গত বছর নভেম্বরে ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানার একটি আপত্তিকর ভিডিও নেট–দুনিয়ায় হইচই ফেলে দিয়েছিল। এই দক্ষিণি নায়িকার ভক্তরা বিশ্বাসই করতে পারছিলেন না, এটা তাঁদের প্রিয় অভিনেত্রী। কিন্তু পরে জানা যায়, রাশমিকার ডিপফেক ভিডিও ছিল সেটি।
ভাইরাল হওয়া এই ভিডিওটি যে ডিপফেক, তা জানতে বেশি সময় লাগেনি। পুলিশ এই ডিপফেক ভিডিওর তদন্ত করতে উঠেপড়ে লেগেছিল।
ডিপফেক ভিডিও মামলার তদন্ত করছে দিল্লি পুলিশ সেলের আইএফএসও টিম। জানা গেছে, তদন্তকারী দল সম্প্রতি মুম্বাই এসে রাশমিকার জবানবন্দি রেকর্ড করেছে।
গত ২১ জানুয়ারি দিল্লি পুলিশ এই মামলার মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছিল। পুলিশি তদন্তে উঠে আসে এ ঘটনার পেছনে আছে নবীন নামের ২৪ বছরের এক তরুণ। দিল্লি পুলিশ অন্ধ্রপ্রদেশের গুন্টুর থেকে তাকে গ্রেপ্তার করেছিল।
রাশমিকার ডিপফেক ভিডিওর মাধ্যমে ওই তরুণ অর্থ আয় করতে ও অনুসারীর সংখ্যা বাড়াতে চেয়েছিলেন। ব্রিটিশ ইনফ্লুয়েন্সার জারা প্যাটেলের শরীরে রাশমিকার মুখ বসিয়ে এই ডিপফেক ভিডিওটি তৈরি করা হয়েছিল।
চলতি বছর রাশমিকাকে ‘পুষ্পা টু: দ্য রুল’ ছবিতে দেখা যাবে। এই ছবিতে তিনি আবার আল্লু অর্জুনের সঙ্গে জুটি বেঁধে আসছেন।
ছবিটি স্বাধীনতা দিবস উপলক্ষে ১৫ আগস্ট মুক্তি পাবে। এই দক্ষিণি নায়িকাকে ধানুশের সঙ্গে ‘কুবেরা’ ছবিতেও দেখা যাবে। সম্প্রতি এই ছবিতে তাঁর লুক প্রকাশ্যে এসেছিল।