বিচ্ছেদের পরও ‘সাবেক’-এর সঙ্গে নিয়মিত সম্পর্ক রাখেন তারকারা
বিচ্ছেদের পরও ‘সাবেক’-এর সঙ্গে নিয়মিত সম্পর্ক রাখেন তারকারা

বিচ্ছেদের পরও টিকে আছে তাঁদের বন্ধুত্ব

বিনোদন–দুনিয়ায় বিচ্ছেদ নতুন কিছু নয়। তবে একটা সময় প্রাক্তনের সঙ্গে মিশতে স্বাচ্ছন্দ্যবোধ করতেন না অনেক তারকাই। কিন্তু এখন সময় বদলেছে। সন্তানের দেখভালের জন্যই হোক বা অন্য কারণে বিচ্ছেদের পরও ‘সাবেক’-এর সঙ্গে নিয়মিত সম্পর্ক রাখেন তারকারা। জেনে নেওয়া যাক, বলিউডে এমন কিছু তারকার কথা।

হৃতিক রোশন ও সুজান খান
চলতি বছর হৃতিক রোশন অভিনীত ‘বিক্রম বেদা’ সেভাবে ব্যবসা করতে পারেনি। যদিও সিনেমাটিতে অভিনেতার পারফরম্যান্সের প্রশংসা করেছেন সমালোচকেরা। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে অভিনেতার পরের সিনেমা ‘ফাইটার’-এর ঝলক, যা দেখে অনেকেই অনুমান করছেন, ছবিটি দিয়ে আবার পুরোনো রূপে ফিরবেন অভিনেতা।

হৃতিক রোশন ও সুজান খান । ছবি: ইনস্টাগ্রাম
হৃতিক রোশন ও সুজান খান । ছবি: ইনস্টাগ্রাম

১৪ বছরের সংসারের পর ২০১৪ সালে কাগজে-কলমে বিচ্ছেদ হয় হৃতিক ও সুজানের। তারপরও দুই ছেলের অভিভাবকত্ব সমানভাবে ভাগ করে নিয়েছেন এই জুটি। দুজনে সন্তানদের নিয়ে ঘুরেও বেড়িয়েছেন সমুদ্র, পাহাড় আর সমতলে। বিচ্ছেদের পর ২০১৮ হৃতিক রোশান সুজান খানের সম্পর্কে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর আর সুজানের ছবি শেয়ার করে লিখেছিলেন, ‘এই যে সুজান। ও আমার সবচেয়ে ভালো বন্ধু (ও সাবেক স্ত্রী)। আমাদের সন্তানদের নিয়ে আমরা চমৎকার সময় কাটাই। ও মানুষ হিসেবেও চমৎকার।’ হৃতিক এখন সাবা আজাদের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন, সুজানও খুঁজে নিয়েছেন মনের মানুষ। তবে এখনো আগের মতোই সন্তানদের নিয়ে একসঙ্গে ঘুরতে যান, সময় কাটান এই সাবেক দম্পতি।

আরবাজ খান ও মালাইকা আরোরা
২০১৬ সালে ১৮ বছর সংসারের পর বিচ্ছেদ হয় আরবাজ খান ও মালাইকা আরোরার। তাঁদের বিচ্ছেদের অন্যতম কারণের নাম অর্জুন কাপুর। কিন্তু বিচ্ছেদের পরও সুসম্পর্ক বজায় রেখেছেন আরবাজ ও মালাইকা।

বিচ্ছেদের পরও তাঁরা হাসিমুখে একসঙ্গে ফটো সাংবাদিকদের সামনে পোজ দিয়েছেন। ২০১৮ সালে মালাইকা আরোরা নিজের ইয়োগা স্টুডিও খোলেন। আর সেই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক স্বামী আরবাজ খান।

আরবাজ খান ও মালাইকা অরোরা

আবার আরবাজ খানের মা সালমা খানের ২০১৮ সালের জন্মদিনে উপস্থিত ছিলেন মালাইকা।

আমির খান ও কিরণ রাও
১৯৮৬ সালের ১৮ এপ্রিল বিয়ে হয় আমির খান ও রীনা দত্তর। ২০০২ সালে তাঁদের বিচ্ছেদের পর দুই সন্তানের দেখভালের দায়িত্ব নেন রীনা দত্ত। বিচ্ছেদের পরও তাঁদের দুজনের সম্পর্ক বেশ উষ্ণ। এমনকি আমির খানের দ্বিতীয় স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গেও ভালো সম্পর্ক রীনার।

কিরণ রাও ও আমির খান। ছবি: এএনআই

তবে ২০২১ সালে কিরণের সঙ্গেও আমিরের সম্পর্ক ভেঙে গেছে। বিচ্ছেদের পর দেওয়া বিবৃতিতে দুজনেই জানিয়েছিলেন, বিয়ে ভেঙে গেলেও তাদের বন্ধুত্ব থাকবে আগের মতোই। গত দুই বছরে তার নমুনাও দেখা গেছে। পানি ফাউন্ডেশনে আমির ও কিরণ দুজনেই কাজ করেন। এ ছাড়া আমির বিভিন্ন পারিবারিক অনুষ্ঠানেও দেখা গেছে কিরণকে।

অনুরাগ কশ্যপ ও কালকি কোয়েচলিন
২০০৯ সালে ‘দেব ডি’ সিনেমার সেটে প্রেম হয় এই পরিচালক আর অভিনয়শিল্পীর। ২০১১ সালে তাঁরা বিয়ে করেন। ২০১৩ সালেই তাঁরা আলাদা হয়ে যান। আর ২০১৫ সালে কাগজে-কলমে বিচ্ছেদ হয়। বিচ্ছেদের পরও দুজনে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেছেন।

অনুরাগ কশ্যপ ও কালকি কোয়েচলিন। ছবি: ইনস্টাগ্রাম

অনুরাগ কশ্যপের একাধিক প্রজেক্টে কাজও করেছেন কালকি। সেই বিচ্ছেদের দীর্ঘদিন পর আবারও মনের মানুষের দেখা পেয়েছেন কালকি কোয়েচলিন। প্রেমিক গাই হর্ষ বর্গের সন্তানের মাও হয়েছেন। গত সপ্তাহেই অনুরাগের কন্যা আলিয়া কাশ্যপের বাগদান ছিল। সেখানেও হাজির ছিলেন কালকি।

কঙ্কনা সেন শর্মা ও রণবীর শোরে

২০০৭ সাল থেকে কঙ্গনা সেন শর্মা ও রণবীর শোরের প্রেম শুরু হয়। ২০১০ সালের ৩ সেপ্টেম্বর তাঁরা বিয়ে করেন। ২০১১ সালের মার্চে জন্ম নেয় তাঁদের প্রথম সন্তান হারুন। ২০১৫ সালে তাঁরা বিচ্ছেদের ঘোষণা দেন। বিচ্ছেদের পরও তাঁরা বন্ধু। আর দুজনে মিলে সন্তানের দেখভাল করেন। কঙ্গনা পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘আ ডেথ ইন দ্য গঞ্জ’ (২০১৭) অভিনয় করেছেন রণবীর শোরে। ছবিটি  জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার জিতেছে।

গুলশান দেবাইয়া ও কল্লিরোই জাইফিতা
‘দাহাড়’, ‘গানস অ্যান্ড গুলাবস’ ইত্যাদি সিরিজের কারণে এখন নতুন করে আলোচনায় অভিনেতা গুলশান দেবাইয়া। কল্লিরোই জাইফিতার সঙ্গে অভিনেতা ঘর বেঁধেছিলেন ২০১২ সালে। তবে ৮ বছর পর ২০২০ সালে দুজনের বিচ্ছেদ হয়। কল্লিরোই গ্রিসের অভিনেত্রী। বিচ্ছদের পরেও তাঁদের বন্ধুত্ব অটুট। চলতি বছর গুলশানের জন্মদিনের পার্টিতেই হাজির ছিলেন তিনি। শুধু হাজিরই ছিলেন না, পার্টি আয়োজন করা হয় কল্লিরোইয়ের উদ্যোগেই।

ফারহান আখতার ও অধুনা ভবানি
তিন বছর প্রেমের পর ব্রিটিশ হেয়ার স্টাইলিস্ট অধুনা ভাবানিকে ফারহান আখতার বিয়ে করেন ২০০০ সালে। তাঁর সিনেমা ‘দ্য চাহতা হ্যায়’-এর শুটিংয়ের সময় ফারহান ও অধুনার প্রেম হয়। ২০১৬ সালের ২১ জানুয়ারি তাঁরা বিচ্ছেদের ঘোষণা দেন। ১৬ বছরের প্রেম ভাঙলেও দুজনের বন্ধুত্ব এখনো অটুট। তিন বছর প্রেমের পর ২০২২ সালে ভিডিও জকি শিবানি ধন্ডেকরকে বিয়ে করেন ফারহান।