অক্ষয়ের হার না–মানার গল্প

অক্ষয় কুমার
ফেসবুক থেকে

বলিউডের ‘মিস্টার খিলাড়ি’ তিনি। হার মানতে জানেন না এই বলিউড সুপারস্টার। একের পর এক ফ্লপ ছবির ধাক্কায়ও মনোবল হারাননি অক্ষয় কুমার। সম্প্রতি এ নিয়ে কথা বললেন তিনি।
অক্ষয় কুমার অভিনীত সেলফি, মিশন রানীগঞ্জ, বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ, সরফিরার মতো ছবি বক্স অফিসে চূড়ান্তভাবে ফ্লপ হয়েছে। এর আগেও এ রকম দুর্দিন দেখেছেন তিনি। কিন্তু দুঃসময়ের কাছে মাথা নোয়াননি অক্ষয়। আবার ঘুরে দাঁড়িয়ে মূল স্রোতে ফিরেছেন। আর ঝুড়ি ভরা হিট ছবি উপহার দিয়েছেন এই বলিউড তারকা। সম্প্রতি খেল খেল মেঁ ছবির ট্রেলার মুক্তির অনুষ্ঠানে মিস্টার খিলাড়ির গলায় সেই হার না–মানার কথা শোনা গেল।
ফ্লপ ছবির প্রসঙ্গ উঠতেই অক্ষয় কুমার বলেন, ‘আমি একটা কথা আপনাদের বলতে চাই, দীর্ঘ সময় ধরে আমার সব ছবি ফ্লপ হয়েছে। এ কারণে ইন্ডাস্ট্রি থেকে কিছু মানুষ এমন সব মেসেজ করছেন, মনে হচ্ছে আমি মরে গেছি। আর আমাকে শ্রদ্ধার্ঘ্য বার্তা পাঠানো হয়েছে। আরে আমি মরে যাইনি। চিন্তা কোরো না, আমি আবার ফিরে আসব। আর যা হয় তা ভালোর জন্যই হয়।’

এই বলিউড তারকা আরও বলেছেন, ‘আমি বেশি ভাবি না। আমার চার-পাঁচটা ছবি চলেনি। একজন আমাকে মেসেজে আবার ফিরে আসার কথা লিখেছেন। আমি তো এখানেই আছি। কোথাও যাইনি। আর কাজ করছি। তাই আবার ফেরার কথা কেন বলা হচ্ছে? আমি আগের মতোই পরিশ্রমের সঙ্গে কাজ করব। আমি সকালে উঠি, শরীরচর্চা করি। এরপর কাজে বেরিয়ে যাই। আর কী চাই? ভাই, আমি তো কাজই করছি। আমি নিজের দমে টাকা কামাই। কারও থেকে কখনো কিছু চাইনি। আমি আমার জীবনের শেষ দিন পর্যন্ত কাজ করে যাব। আমাকে যতক্ষণ পর্যন্ত না কেউ গুলি করে মারছে, ততক্ষণ আমি কাজ করে যাব। ব্যস, শুধু এটুকুই বলতে চাই।’

অক্ষয় কুমার
ফেসবুক থেকে

মুদসসর আজিজ পরিচালিত খেল খেল মেঁ ছবিটি ১৫ আগস্ট মুক্তি পাবে। এই কমেডি-থ্রিলারধর্মী ছবিতে অক্ষয় কুমার ছাড়া ফারদিন খান, বাণী কাপুর, তাপসী পান্নু, আদিত্য শীল, এমি ভির্ক, প্রজ্ঞা জয়সওয়াল আছেন।

এই ছবির মাধ্যমে ১৪ বছর পর ফারদিন বড় পর্দায় ফিরছেন। সম্প্রতি খেল খেল মেঁ ছবির ট্রেলার মুক্তির অনুষ্ঠানে তাপসী পান্নু ছাড়া বাকি সব অভিনয়শিল্পী ও পরিচালক উপস্থিত ছিলেন। ছবির ট্রেলারে দেখা গেছে, কীভাবে মোবাইলকে ঘিরে এক খেলা খেলতে খেলতে প্রত্যেকের জীবনের গোপন কথা ফাঁস হয়ে যাবে আর তাদের বৈবাহিক জীবনে চরম বিপর্যয় নেমে আসবে।

ম্রুণালের সঙ্গে অক্ষয় কুমার

এদিন ট্রেলার মুক্তির অনুষ্ঠানে অক্ষয় কুমারকে প্রশ্ন করা হয় যে স্ত্রী টুইংকেল তাঁর মোবাইল চেক করেন কি না?

জবাবে এই বলিউড সুপারস্টার রসিকতার সঙ্গে বলে, ‘আমার পরিবারের কেউ আমার মোবাইলের পাসওয়ার্ড জানে না। তাই ওটা খুলবেই না।’

অক্ষয় কুমার

তাঁকে প্রশ্ন করা হয়, তিনি যদি কারও মোবাইল চেক করার সুযোগ পান, তাহলে শাহরুখ খান নাকি সালমান খান, কার মোবাইল তিনি চেক করবেন? এর জবাবে অভিনেতা বলেন, ‘আমি মুদসসর আজিজের (পরিচালক) ফোন চেক করব। কারণ, ও রোমান্টিক মানুষ!’ অক্ষয় তাঁর কোন বিষয়কে গোপন রাখতে চান? হেসে অভিনেতা বলেন, ‘আমি আমার ব্যবসা আর আর্থিক বিষয় সম্পর্কে কাউকে জানাই না।’