মুক্তির আগেই ‘আর্টিকেল ৩৭০’ দেখতে সবাইকে আহ্বান জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
মুক্তির আগেই ‘আর্টিকেল ৩৭০’ দেখতে সবাইকে আহ্বান জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

প্রথম দিনে যেমন করল ‘আর্টিকেল ৩৭০’, সবাইকে দেখার আহ্বান নরেন্দ্র মোদির

বক্স অফিসে পা দিতেই রমরমা ইয়ামি গৌতমের সিনেমা ‘আর্টিকেল ৩৭০’। সিনেমায় একজন গোয়েন্দা কর্মকর্তার চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন ইয়ামি গৌতম। বলা হচ্ছে, ছবিতে জীবনের সবচেয়ে ভালো পারফরম্যান্স দেখিয়েছেন ইয়ামি। এরই মধ্যে দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে সিনেমাটি। ছবিতে ইয়ামির সঙ্গে আরেক গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন প্রিয়মণি।

শুক্রবার ভারতে মুক্তি পায় ‘আর্টিকেল ৩৭০’। হিন্দুস্থান টাইমস জানিয়েছে, প্রথম দিনেই ‘আর্টিকেল ৩৭০’-এর ৫ দশমিক ৭৫ কোটি রুপি আয় করে ফেলেছে। শুধু ভারতেই বিশাল অঙ্কের এই অর্থ আয় করেছে সিনেমাটি। ইয়ামি গৌতম অভিনীত ছবির প্রযোজনা করেছেন তাঁর স্বামী ও নির্মাতা আদিত্য ধর।
সিনেমার পটভূমি জম্মু-কাশ্মীর। দুর্নীতি, সন্ত্রাসবাদসহ নানা বিষয় এনেছেন পরিচালক। এতে গোয়েন্দা চরিত্রে অভিনয় করেন ইয়ামি।

অন্যদিকে ছবির শুটিং চলাকালে অন্তঃসত্ত্বা ছিলেন নায়িকা। তাই অভিনেত্রীর কাছে সিনেমাটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

ইয়ামি গৌতম ও আদিত্য ধর। এএফপি

ট্রেলার প্রকাশের দিনই সুখবরটি দেন ইয়ামি। তবে ছবিটি নিয়ে বেশ সমালোচনার মুখেও পড়েছেন আদিত্য ধর। কেউ কেউ বলছেন, ‘নির্বাচনের আগে কোনো বিশেষ উদ্দেশ্য বাস্তবায়নে এমন বিষয়বস্তু নিয়ে বানানো হয়েছে ছবিটি।’ ছবি না দেখে এমন মন্তব্য করা মানুষদের নিয়ে ভাবার কিছু নেই বলে মন্তব্য করেন আদিত্য।

শুধু তা-ই নয়, মুক্তির আগেই ‘আর্টিকেল ৩৭০’ দেখতে সবাইকে আহ্বান জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জম্মুতে দেওয়া ভাষণে ‘আর্টিকেল ৩৭০’ নিয়ে কথা বলেন নরেন্দ্র মোদি।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

তিনি বলেন, ‘আমি শুনেছি “আর্টিকেল ৩৭০” নিয়ে একটি ছবি মুক্তি পেতে যাচ্ছে। এটা ভালো বিষয়ে যে এবার ছবিটির বিষয়ে সঠিক তথ্য পাবে মানুষ।’ প্রধানমন্ত্রীর প্রচারের পরই তাঁকে ধন্যবাদ জানান অভিনেত্রী ইয়ামি গৌতম। নির্বাচনের আগেই মুক্তি দেওয়ায় ‘আর্টিকেল ৩৭০’ নিয়ে মানুষের মধ্যে ব্যাপক আগ্রহও দেখা গেছে।