জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বসের ১৭তম সিজনের মুকুট উঠল মুনাওয়ার ফারুকীর মাথায়। একই সঙ্গে এই তরুণ একজন সিঙ্গেল বাবা, স্ট্যান্ড–আপ কমেডিয়ান, শায়েরি লেখক, ইউটিউবার ও র্যাপার। ৩২ বছর বয়সী এই তরুণের জীবনে বিতর্কের শেষ নেই। এবার নতুন বিতর্কে জড়ালেন তিনি। মুনাওয়ারের বিরুদ্ধে থানায় অভিযোগপত্র দাখিল করা হয়েছে। খবর ভারতীয় গণমাধ্যম এই সময়ের।
গত ২৮ জানুয়ারি ছিল ‘বিগ বস’-এর ১৭তম সিজনের গ্র্যান্ড ফিনালে। সেখানে বিজয়ী হিসেবে সালমান খান ঘোষণা করেন স্ট্যান্ড–আপ কমেডিয়ান মুনাওয়ার ফারুকীর নাম। এই জয়ের খুশিতে ভেসেছেন মুনাওয়ার। কিন্তু সেই খুশি যে শেষ পর্যন্ত কাল হবে, কে জানত!
গত রোববার ‘বিগ বস’-এর খেতাব জয়ের পরদিন সোমবার মুম্বাইয়ের ডংরিতে আসেন মুনাওয়ার। সেখানেই কেটেছে মুনাওয়ার ছোটবেলাটা। সাফল্য অর্জন করার পর নিজের শিকড়েই ফিরতে চেয়েছিলেন মুনাওয়ার।
আর তাঁকে দেখেই তো ভক্তরা একেবারে বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতে উঠেছিলেন।
অনুরাগীদের ভিড়ে আনন্দে মেতে উঠেছিলেন খোদ মুনাওয়ারও। তাঁকে নিয়ে হয়েছে বিজয় মিছিল। সেই উদ্যাপনের ছবি আর ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। মুম্বাই পুলিশের দাবি, যে ড্রোনের মাধ্যমে ওই ছবি ও ভিডিও তোলা হয়েছে, সেগুলোর মধ্যে একটিরও রেজিস্ট্রেশন নেই। এরপরই তাঁর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। এ ঘটনা নিয়ে মুনাওয়ারের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
মুনাওয়ার ফারুকী আর বিতর্ক—শব্দটা যেন একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। স্ট্যান্ড–আপ কমেডিয়ান মুনাওয়ারের বিরুদ্ধে রয়েছে অভিযোগের পাহাড়। একাধিক সঙ্গীর সঙ্গে প্রতারণার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। ‘বিগ বস’-এর ঘরেও মুনাওয়ারের সাবেক প্রেমিকা আয়েশা খান তাঁর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন। এ ছাড়া ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগে একটা সময় কারাবাসও করতে হয়েছে মুনাওয়ারকে।