ছবির শিশুটিকে চেনা যায়? তাঁর সম্পদের পরিমাণ ২৪৮ কোটি রুপি

এক যুগের ক্যারিয়ারে বলিউডে নিজেকে প্রতিষ্ঠিত তিনি। তাঁর বাবাও বলিউডের নামকরা অভিনেতা। জন্মদিনে এই অভিনেতার জীবন ও ক্যারিয়ারে আলো ফেলা যাক।
শিশুর ছবিটি দেখে চেনা যায়? ১৯৯০ সালের ২ মার্চ মুম্বাইয়ে জন্ম নিয়েছেন এই ‘স্টার কিড’। তাঁর বাবা আশি ও নব্বইয়ের দশকের বলিউডের জনপ্রিয় নায়কদের একজন ছিলেন
 ছবি: ইনস্টাগ্রাম থেকে
শৈশবে ফুটবলার হতে চেয়েছিলেন। তবে বাবার পথ ধরে ২০১৪ সালে ‘হিরোপান্তি’ ছবি দিয়ে বলিউড জীবন শুরু করেন এই তরুণ অভিনেতা। ছবি: ইনস্টাগ্রাম থেকে ৩. ফোবর্স ইন্ডিয়ার ২০১৮ ও ২০১৯ সালের শীর্ষ ১০০ তারকার তালিকায় জায়গা করে নিয়েছিলেন এই অভিনেতা
মানি মিন্টের এক প্রতিবেদনে বলা হয়, তাঁর সম্পদের পরিমাণ ২৪৮ কোটি রুপি। প্রতি মাসে গড়ে দেড় কোটি রুপির মতো আয় করেন। বছরে আয় করেন ২০ কোটি রুপির মতো
‘বাঘি’ সিনেমায় অভিনয় করে পরিচিতি পেয়েছেন ৩৪ বছর বয়সী এই অভিনেতা। তিনি অভিনেতা টাইগার শ্রফ
বাবা জ্যাকি শ্রফের সন্তান টাইগার শ্রফকে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার ২’, ‘ওয়ার’সহ বেশ কয়েকটি সিনেমায় দেখা গেছে। ‘সিংহাম অ্যাগেইন’, ‘বড়ে মিয়া ছোটে মিয়া’সহ বেশ কয়েকটি সিনেমায় দেখা যায় টাইগার শ্রফকে