‘গেম চেঞ্জার’ ছবিতে রামচরণ ও কিয়ারা আদভানি
‘গেম চেঞ্জার’ ছবিতে রামচরণ ও কিয়ারা আদভানি

রামচরণের সেই স্বপ্ন পূরণ

এস এস রাজামৌলি পরিচালিত ‘আরআরআর’ বক্স অফিসে ‘সুনামি’ এনেছিল। এই ছবির মূল দুই নায়ক রামচরণ ও জুনিয়র এনটিআর। বক্স অফিসে ঝড় তুলতে এবার একাই এসেছেন রামচরণ। গত শুক্রবার বড় পর্দায় মুক্তি পেয়েছে রামচরণ-কিয়ারা আদভানি জুটির ‘গেম চেঞ্জার’। ছবিটি তাঁর ক্যারিয়ারে কতটা ‘চেঞ্জ’ আনতে পারবে, সামনের সপ্তাহেই তা জানা যাবে। আপাতত ছবিটির মধ্য দিয়ে রামচরণের একটা স্বপ্ন সত্যি হওয়ার কথাই জানব আজ।

মুম্বাইয়ে আয়োজিত ছবির প্রচার অনুষ্ঠানে রামচরণ জানান, এস শঙ্করের মতো পরিচালকের সঙ্গে কাজ করার স্বপ্ন দেখতেন তিনি। ‘গেম চেঞ্জার’ সেই স্বপ্ন পূরণ করেছে।

মুম্বাইয়ে আয়োজিত ছবির প্রচার অনুষ্ঠানে রামচরণ। এএফপি
মুম্বাইয়ে আয়োজিত ছবির প্রচার অনুষ্ঠানে রামচরণ। এএফপি

ছবিতে অভিনয় করার প্রসঙ্গে এক ঘটনা তুলে ধরে অভিনেতা বলেন, ‘আপনারা জানেন নিশ্চয়, শঙ্কর স্যার দক্ষিণে “থ্রি ইডিয়টস” ছবির রিমেক বানিয়েছিলেন। ওই ছবির নাম “নানবন”। এই ছবির তেলেগু সংস্করণের মুক্তি উপলক্ষে একটা অনুষ্ঠানের আয়োজন করেছিলেন তিনি। আমি ওই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলাম, পাশেই বসেছিলেন শঙ্কর স্যার। আমি তখন মনে মনে ভাবছিলাম, তাঁর তেলেগু ছবিতে কাজ করার কথা বলব কি না। সত্যি বলতে, নির্মাতা শঙ্করকে বলার মতো সাহসও আমার ছিল না।’

এরপর কীভাবে ছবিটির সঙ্গে যুক্ত হলেন, সেটাও জানান অভিনেতা। তাঁর ভাষ্যে, ‘হায়দরাবাদে আমি “আরআরআর” ছবির শুটিং করছিলাম, তখন প্রযোজক দিল রাজু আমাকে ফোন করে জানান, শঙ্কর স্যার আমার সঙ্গে দেখা করতে চান। দিল রাজুর কথা আমার তখন বিশ্বাস হচ্ছিল না। স্যার আমাকে এই ছবির প্রস্তাব দিয়েছিলেন। এটা আমার জন্য এক স্বপ্ন সত্যি হওয়ার অনুভূতি।’ নির্মাতা শঙ্করকে প্রথম প্যান ইন্ডিয়ান পরিচালক বলে অভিহিত করেন তিনি। এই দক্ষিণি তারকার মতে, শঙ্করের সিনেমা ইন্ডাস্ট্রিকে একটা আকার দিয়েছে।

‘গেম চেঞ্জার’–এ কিয়ারা ও রামচরণ। আইএমডিবি

‘আরআরআর’ ছবির পরিচালক এস এস রাজামৌলির সঙ্গে শঙ্করের তুলনাকে ঘিরে রামচরণ বলেন, ‘তাঁদের দুজনের মধ্যে কখনোই তুলনা টানা উচিত নয়। পাঁচ বছর ধরে রাজামৌলি ও পরে শঙ্করের মতো নির্মাতার সঙ্গে কাজ করা আমার কাছে অনেক বড় আশীর্বাদ। তাঁরা দুজনই অভিনেতা হিসেবে আমাকে অনেক সমৃদ্ধ করেছেন। তাঁদের থেকে আমি অনেক কিছু শিখেছি।’

‘আরআরআর’ ছবির চার বছর পর আবার প্যান ইন্ডিয়ান নায়করূপে আসতে চলেছেন রামচরণ। এই ব্যবধান প্রসঙ্গে দক্ষিণি সুপারস্টার বলেন, ‘জানি না কেন যে এত দেরি হয়ে গেল। আমিও চেয়েছিলাম ছবির কাজ তাড়াতাড়ি শেষ করতে। এরপর আমি ছবির কাজ তাড়াতাড়ি শেষ করব।’

অনুষ্ঠানের শেষে রামচরণের সঙ্গে এই প্রতিবেদকের কথা হয়। ছবিটির প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার কাছে সব ছবিই প্যান ইন্ডিয়া ছবি। আর আমি চাই সব ছবি ভালোভাবে চলুক।’ বলিউডের কোন পরিচালকের সঙ্গে কাজ করতে চান রামচরণ? অভিনেতার জবাব, ‘বিশেষ কোনো নাম মাথায় নেই। তবে ভালো গল্প যিনি নিয়ে আসবেন, তাঁর সঙ্গেই কাজ করতে চাইব। আমরা চেষ্টা করি, ভালো গল্প দর্শকের সামনে নিয়ে আসতে।’