৯ বছর পর একসঙ্গে আসছেন কাজল আর কৃতি শ্যানন। ‘দিলওয়ালে’ ছবিতে এর আগে তাঁদের একসঙ্গে দেখা গেছে। ‘দো পাত্তি’ ছবিতে কাজল ও কৃতি শ্যাননকে এবার মূল চরিত্রে দেখা যাবে। নেটফ্লিক্সের এই ছবিকে ঘিরে কাজল যেমন বিন্দাস, কৃতি ততই নার্ভাস। গত সোমবার যশ রাজ স্টুডিওতে সাড়ম্বরে মুক্তি পেয়েছে ক্রাইম-থ্রিলার ছবিটির ট্রেলার। ট্রেলার মুক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির তিন মূল অভিনেতা কাজল, কৃতি ও শাহির শেখ। এই ছবিতে অনেক ‘প্রথম’ ঘটছে। যেমন ‘দো পাত্তি’র মাধ্যমে প্রথমবার প্রযোজনায় পা রাখতে চলেছেন অভিনেত্রী কৃতি শ্যানন। এই ছবির নায়ক শাহির শেখের এটা প্রথম হিন্দি ছবি। টেলিভিশনের জনপ্রিয় এই তারকাকে এ ছবিতে কৃতির সঙ্গে রোমান্স করতে দেখা যাবে। এই ছবির মাধ্যমে পরিচালক হিসেবে প্রথম আত্মপ্রকাশ করতে চলেছেন শশাঙ্ক চতুর্বেদী। আর ‘দো পাত্তি’ দিয়ে প্রথম পুলিশ ইউনিভার্সের দুনিয়ায় আসতে চলেছেন কাজল।
কৃতিকে এই ছবিতে যমজ বোন সৌম্যা আর শেলির চরিত্রে দেখা যাবে। অনুষ্ঠানে এই দুই চরিত্রের মধ্যে কোন চরিত্রটিতে কৃতি নিজেকে বেশি মেলাতে পেরেছেন, এমন প্রশ্নে অভিনেত্রীর জবাব, ‘আমার কিছু জিনিস সৌম্যার মতো, আবার কিছু জিনিস আমি সৌম্যার মতো করি না। তবে আমি অনেকটাই সৌম্যার মতো। এদিকে সৌম্যা বেশি কথা বলা পছন্দ করে না, আমি আবার কথা না বলে থাকতে পারি না।’
ওটিটিতে মুক্তি পাচ্ছে ‘দো পাত্তি’, তাই প্রযোজক, পরিচালক ও অভিনেতাদের ওপর বক্স অফিসের চাপ নেই। তারপরও এই ছবিকে ঘিরে বেশ চাপেই আছেন বলে জানালেন কৃতি।
তাঁর ভাষ্যে, ‘বক্স অফিসের চাপ নেই বটে কিন্তু দর্শক প্রতিক্রিয়ার একটা চাপ তো থাকেই। আমি তাই এই ছবিকে ঘিরে একটু নার্ভাস আছি। “মিমি” ছবির সময় দর্শকের প্রচুর ভালোবাসা পেয়েছিলাম। আমি চাই, “মিমি”র মতোই যেন দর্শকের ভালোবাসা পায় “দো পাত্তি”।’ তবে এদিকে একদম বিন্দাস মেজাজে কাজল। হাসতে হাসতে বললেন, ‘বিশ্বাস করেন, আমি বিন্দুমাত্র নার্ভাস নই। আমার পক্ষে যতটা ভালো করা সম্ভব ছিল, আমি তা করেছি। তাই চিন্তা কিসের। আর আমি ভয়ও পাচ্ছি না। যা হওয়ার হবে।’
অনুষ্ঠানে অনুজ অভিনেত্রীর প্রশংসা করে কাজল বলেন, ‘কৃতি খুব সুন্দরভাবে দিনে দিনে এগিয়ে চলেছে। ওর সঙ্গে কাজ করে দারুণ মজা পেয়েছি। কৃতির সঙ্গে দিলওয়ালে ছবিতে কাজ করেছি। মাঝখানে বেশ কয়েক বছর কেটে গেছে। দেখলাম, এর মধ্যে ও অভিনয়ের জায়গাটায় অনেক উন্নতি করেছে। ‘দো পাত্তি’ ছবির সেটে ওকে একদম অন্য রকম লাগছিল।’
২৫ অক্টোবর নেটফ্লিক্সে মুক্তি পাবে ‘দো পাত্তি’।