বাজেট ৪০০ কোটি পার, সর্বকালের সবচেয়ে ব্যয়বহুল হিন্দি ছবি ‘ব্রহ্মাস্ত্র’

‘ব্রহ্মাস্ত্র ’–এর একটি দৃশ্যে রণবীর কাপুর ও আলিয়া ভাট
ছবি : সংগৃহীত

২০১৪ সালে পরিচালক অয়ন মুখার্জি ‘ব্রহ্মাস্ত্র’ ছবির ঘোষণা দেন। তখন থেকেই বিভিন্ন গণমাধ্যমে খবর—করণ জোহর প্রযোজিত বড় বাজেটের ছবিতে দেখা যাবে প্রথম সারির বলিউড তারকাদের। এরপর বছরের পর বছর যায়, ‘ব্রহ্মাস্ত্র’ পেছাতে থাকে। সব জটিলতা কাটিয়ে ২০১৮ সালের ফেব্রুয়ারিতে শুরু হয় শুটিং। সেই বছরের ২৪ মার্চ বুলগেরিয়ায় ছবির প্রথম কিস্তির শুটিং ভালোভাবেই শেষ হয়। তবে তখন কে জানত ছবি মুক্তি পেতে পেতে আরও চার বছর লেগে যাবে। কোভিড, তারকার অন্য ছবির শিডিউলসহ বিভিন্ন কারণে বারবার শুটিং পেছায়।

‘ব্রহ্মাস্ত্র ’–এর একটি দৃশ্যে রণবীর কাপুর ও আলিয়া ভাট

অবশেষে চলতি বছরের ২৯ মার্চ বেনারসে শেষ হয় আলোচিত ছবিটির শুটিং। চলতি মাসের ৯ সেপ্টেম্বর মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত ছবিটি। শুরুতে জানা গিয়েছিল ছবির বাজেট ৩০০ কোটির বেশি। তবে মুক্তির এক সপ্তাহ আগে জানা গেল, ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান—শিবা’ বাজেট দাঁড়িয়েছে ৪১০ কোটি রুপি! তা-ও প্রচারণার খরচ বাদে। এটিই হতে যাচ্ছে হিন্দি ছবির ইতিহাসের সবচেয়ে বড় বাজেটের ছবি। খবর বলিউড হাঙ্গামার
ছবির সঙ্গে যুক্ত একটি বলিউড হাঙ্গামাকে জানিয়েছে, এটাই এখন পর্যন্ত নির্মিত সবচেয়ে ব্যয়বহুল বলিউড সিনেমা। এটা কেন এতটা ব্যয়বহুল, সেটা ছবির প্রতিটি দৃশ্যই বলে দেবে। ছবিটি প্রেক্ষাগৃহে আসা দর্শকদের এমন অভিজ্ঞতা দেবে, যা আগে কখনো হয়নি। নিশ্চিতভাবেই ছবির ভিজ্যুয়াল দর্শকদের মুগ্ধ করবে।

`ব্রহ্মাস্ত্র' ছবির পরিচালক অয়ন মুখার্জী ও প্রেমিক রণবীর কাপুরের সঙ্গে আলিয়া

২০১৮ সালে শুটিং শুরুর পর অনেক কিছুই বদলেছে। ছবির প্রধান দুই পাত্রপাত্রী রণবীর কাপুর ও আলিয়া ভাটের প্রেম অতঃপর বিয়েও হয়েছে। আলিয়া এখন প্রথমবারের মতো মা হওয়ার অপেক্ষায়। এটিই হতে যাচ্ছে দম্পতি হিসেবে তাঁদের প্রথম সিনেমা।

‘ব্রহ্মাস্ত্র’ ছবির সেটে অয়ন মুখার্জি, আলিয়া ভাট ও রণবীর কাপুরের সঙ্গে অমিতাভ

ছবিতে আরও আছেন অমিতাভ বচ্চন, আক্কিনেনি নাগার্জুনা, মৌনি রায়। ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান-শিবা’ পরিচালকের ‘ব্রহ্মাস্ত্র’ ট্রিলজির প্রথম কিস্তি। জানা গেছে, ছবির দ্বিতীয় পর্বে আরও বড় তারকাদের দেখা যাবে।