দক্ষিণ ভারতে হরর-কমেডি সিনেমা নিয়মিতই নির্মিত হয়। ফি বছরই সুপারহিট হরর-কমেডি সিনেমার সংখ্যাও কম নয়। তবে হিন্দিতে ‘স্ত্রী’ ছাড়া এই ঘরানার খুব বেশি সিনেমা ব্যবসায়িক সাফল্য পায়নি।
একে তো অতীত সাফল্যের ইতিহাস কম, তার ওপর সিনেমায় নেই কোনো বড় তারকা; ‘মুনজ্যা’ সিনেমা নিয়ে তাই খুব বেশি প্রত্যাশা ছিল না সমালোচকদের। কিন্তু সে সিনেমাটিই মুক্তির পর বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছে। কিন্তু কী এমন আছে নতুন এই হিন্দি সিনেমায়?
বড় তারকা না থাকলেও ‘মুনজ্যা’ সিনেমাটির দিকে আলাদাভাবে নজর রেখেছিলেন সমালোচকেরা। কারণ, এর প্রযোজক দিনেশ বিজন ও অমর কৌশিক। যাঁরা এর আগে ‘স্ত্রী’, ‘বালা’, ‘মিমি’, ‘জারা হাটকে জারা বাঁচকে’, ‘মার্ডার মুবারক’-এর মতো আলোচিত ও হিট সিনেমা উপহার দিয়েছেন। দিনেশ বিজন ও অমর কৌশিক দুজনই হরর-কমেডি সিনেমাটি নিয়ে বিশেষভাবে আগ্রহী। তাঁদের প্রযোজনা সংস্থা থেকে নির্মিত হয়েছে এই ঘরানার বেশ কয়েকটি প্রশংসিত সিনেমা।
ভারতীয় লোককাহিনির প্রেরণায় সুপার ন্যাচারাল হরর-কমেডি ‘মুনজ্যা’ সিনেমাটি বানিয়েছেন আদিত্য সারপোতদার। এতে অভিনয় করেছেন শর্বরী বাগ, অভয় ভার্মা ও মোনা সিং। ৭ জুন প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই ব্যাপক সাফল্য পাচ্ছে সিনেমাটি। গত ছয় দিনে ৩২ কোটি রুপির বেশি আয় করেছে এটি। এর সঙ্গে ভারতের বাইরের আয় যোগ করলে ছবিটির আয় ৪০ কোটি রুপির বেশি। অনেক ভারতীয় গণমাধ্যম দাবি করছে, এর মধ্যেই বাজেটের কয়েক গুণ আয় করে ফেলেছে ‘মুনজ্যা’।
সিনেমাটির সাফল্যের কারণ হিসেবে ভারতীয় গণমাধ্যম টাইমস নাউ মনে করেন, হরর-কমেডির দারুণ মিশেল আর বিনোদনের সব উপাদান মজুত থাকায় দর্শকেরা লুফে নিয়েছেন সিনেমাটি। ‘মুনজ্যা’ দেখতে বসলে দর্শকেরা এক রোমাঞ্চকর যাত্রার মধ্য দিয়ে যাবেন বলেও মন্তব্য করেছে সংবাদমাধ্যমটি।
আরেকটি গণমাধ্যম ফার্স্টস্পট আবার ছবির কারিগরি দিকের ভূয়সী প্রশংসা করেছে। গণমাধ্যমটি মনে করে, প্রযুক্তির যথাযথ ব্যবহারের মাধ্যমে দর্শকদের জন্য দারুণ একটি গল্প হাজির করেছেন নির্মাতা।
ভারতের বিনোদনবিষয়ক অনলাইন গণমাধ্যম বলিউড হাঙ্গামা মনে করে, টানটান গল্প, দারুণ নির্মাণে দর্শকেরা এতই মজে ছিলেন যে ছবিতে বড় তারকা আছেন কি নেই, তা নিয়ে কেউ ভাবেননি।
টাইমস অব ইন্ডিয়া মনে করে, বিনোদননির্ভর সিনেমা যেমন হওয়া উচিত, সে পথেই হেঁটেছে ‘মুনজ্যা’। ছবিটির সবটাই উপভোগ করেছেন দর্শকেরা।
‘মুনজ্যা’র গল্প এক তরুণকে ঘিরে। যে নিজের গ্রামের বাড়িতে ফেরার পর নানা রহস্যময় ঘটনার মুখোমুখি হয়। নিজেকে রক্ষা করতে নামতে হয় রোমাঞ্চকর এক অ্যাডভেঞ্চারে।