কিয়ারার গালে বরুণের চুমু, খেপলেন সিদ্ধার্থ

একটি ফটোশুটে কিয়ারা ও বরুণ
ছবি : সংগৃহীত

অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল, বলিউডের দুই তারকা সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানির বিয়ের গুঞ্জন। অবশেষে এই গুঞ্জন সত্য করে আগামী মাসেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তাঁরা। কিন্তু বিয়ের আগেই তাঁদের মধ্যে শুরু হয়েছে মনোমালিন্য। আর এর কারণ বলিউডের আরেক অভিনেতা। তিনি হলেন বরুণ ধাওয়ান। শুটিংয়ে কিয়ারাকে চুমু খেয়েছেন বরুণ। এতেই নাকি ক্ষিপ্ত হয়েছেন সিদ্ধার্থ।

কিয়ারা আদভানি

অভিনয়জগতে গল্পের প্রয়োজনে অভিনেতা-অভিনেত্রীরা প্রায়ই ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেন। এটা এখন আর তেমন কোনো বড় বিষয় নয়। তাহলে সিদ্ধার্থ খেপলেন কেন? জানা গেছে, চিত্রনাট্যে চুমুর কোনো দৃশ্য ছিল না। ঘনিষ্ঠ দৃশ্য শুটের সময় চিত্রনাট্যের বাইরে গিয়ে কিয়ারার গালে চুমু খেয়ে বসেন বরুণ। ঘটনাটি ঘটে একটি সাময়িকীর ফটোশুটের শুটিংয়ে। এ জন্য কিয়ারাও প্রস্তুত ছিলেন না।=

সিনেমার দৃশ্যে কিয়ারা ও বরুণ

শুরুতে অস্বস্তিতে ভুগলেও পরে স্বাভাবিকভাবেই নিয়েছিলেন কিয়ারা। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, চুমুর বিষয়টা কিয়ারা সহজে নিলেও সিদ্ধার্থ সহজভাবে নিতে পারেননি। এ নিয়ে কিয়ারার সঙ্গে কথা-কাটাকাটিও হয়। তবে তাঁদের বিয়েতে এর কোনো প্রভাব পড়েনি। বিষয়টি তাঁরা নিজেরা মীমাংসা করে নিয়েছেন। সবকিছু ভুলে এই দুজন আগামী ৬ ফেব্রুয়ারি বসছেন বিয়ের পিঁড়িতে। রাজস্থানের একটি প্যালেসে বসবে তাঁদের বিয়ের আসর।

সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানির বিয়ের কথা নতুন করে শোনা যাচ্ছে

বছরজুড়েই চর্চায় ছিলেন কিয়ারা। ২০২২ সালে মুক্তি পেয়েছে তাঁর একাধিক এক ছবি। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়েও ছিলেন আলোচনায়। সিদ্ধার্থের সঙ্গে তাঁর প্রেম নিয়ে আলোচনায় থাকলেও কখনো তাঁদের এই সম্পর্কের কথা তাঁরা স্বীকার করেননি। বিয়ে নিয়েও ছিল লুকোচুরি। তবু নতুন বছরেই নতুন জীবন শুরু করছেন এই অভিনেত্রী।