বছরের মাঝামাঝি দুঃসংবাদ নিয়ে সংবাদ শিরোনামে এসেছিলেন অভিনেত্রী রুবিনা দিলায়েক। জুন মাসে সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার খবরটি তাঁর স্বামী জানিয়েছিলেন সামাজিক যোগাযোগমাধ্যমে। ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় তাঁর গাড়ির। ক্ষতিগ্রস্ত গাড়ির ছবি শেয়ার করে স্বামী অভিনব শুক্ল লিখেছেন, ‘রুবিনা এখন ভালো আছে। তাকে চিকিৎসার জন্য নেওয়া হচ্ছে।’ আজ জানা গেল খুশির খবর, যমজ কন্যাসন্তানের মা হয়েছেন রুবিনা। অভিনেত্রীর যমজ মেয়ে হওয়ার খবর সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন তাঁর জিম ট্রেইনার। যদিও পরবর্তী সময়ে পোস্টটি এডিট করা হয়। খবর হিন্দুস্তান টাইমসের
২০১৮ সালে ভালোবেসে বিয়ে করেন এই দুই তারকা। এরপর তাঁদের একসঙ্গে দেখা যায় ২০২০ সালের ‘বিগ বস’ ১৪-তে।
সালমান খানের সেই রিয়েলিটি শোর ১৪ নম্বর সিজন জেতেনও তিনি। হারিয়ে দেন গায়ক রাহুল বৈদ্যকে। রুবিনা দিলায়েক আর অভিনব শুক্ল সেপ্টেম্বরে দিয়েছিলেন তাঁরা বাবা-মা হতে চলার খবর। আর মাঝামাঝিতে রুবিনার কোল আলো করে এল যমজ সন্তান।
সেপ্টেম্বরে ক্রুজ ভ্যাকেশন থেকে কয়েকটি ছবি শেয়ার করে নিয়েছিলেন অভিনব আর রুবিনা। ক্যাপশনে লিখেছিলেন, ‘ডেটিংয়ের সময়ই আমরা একে-অন্যকে প্রতিশ্রুতি দিয়েছিলাম একসঙ্গে গোটা বিশ্ব ঘুরে দেখব। এরপর বিয়ে হলো, আর এখন গোটা পরিবার মিলে সেটা করব। খুব দ্রুতই চলে আসবে আমাদের ছোট্ট সহযাত্রী।’
৩৩ বছর বয়সী রুবিনা ভারতে ছোট ও বড় পর্দার জনপ্রিয় মুখ। ‘শক্তি-অস্তিত্ব কে এহসাস কি’ সিরিয়াল দিয়ে তিনি সবচেয়ে বেশি পরিচিতি পান।
রিয়েলিটি শো ‘বিগ বস’-এ জয়ী হওয়ার পর রুবিনার খ্যাতি আরও ছড়িয়ে পড়ে। ২০২০ সালে ‘বেরেলি কি বেটি’ নামের স্বল্পদৈর্ঘ্য সিনেমায় অভিনয় করেন। বলিউডে অভিষেক হয় গত বছর, ‘আর্ধ’ দিয়ে। এ ছাড়া অনেক মিউজিক ভিডিও, ওয়েব সিরিজেও দেখা গেছে রুবিনাকে। অন্যদিকে ‘জানে কেয়া বাত হুয়ি’, ‘গীত…হুয়ি সবসে পরায়ি’, ‘এক হাজারো মে মেরি বহেনা হ্যায়’-এর মতো ধারাবাহিকে দেখা গেছে অভিনব শুক্লকে।
অভিনেত্রী এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, প্রেগন্যান্সির প্রথম দিকে ভয়ংকর গাড়ি দুর্ঘটনার সম্মুখীন হয়েছিলেন তাঁরা। গর্ভাবস্থার প্রথমেই একেবারে জীবন-মরণ লড়াই চলেছিল তাঁদের। আর মানসিক চাপ তো ছিলই।
ভিডিও করে সেই সময় রুবিনা জানান, আলট্রাসনোগ্রাম করে যখন তিনি জানতে পারেন যে দু-দুটি প্রাণ বেড়ে উঠছে তাঁর অন্দরে, তখন আর আনন্দ ধরে রাখতে পারেননি তিনি আর অভিনব। তবে এরপর বাড়ি ফেরার সময়ই গাড়ি দুর্ঘটনার মুখে পড়েন রুবিনা।