কখনো পকেটমার, কখনো এলাকার মাস্তান, বখাটে; কখনো ডন, কখনো প্রেমিক পুরুষসহ নানা ব্যতিক্রমী চরিত্রে অভিনয় করে বরাবরই আলোচনায় থাকেন ভারতের এই জনপ্রিয় অভিনেতা। অভিনয়গুণেই তাঁর পরিচিত ভারত ছাড়িয়ে পাশের দেশগুলোতে। জনপ্রিয় এই অভিনেতা নাম লিখিয়েছেন বাংলাদেশের সিনেমায়। আজ তাঁর নতুন সিনেমার প্রথম লুক মোশন পোস্টার প্রকাশ পেয়েছে। ছবিটি দেখে চিনতে পেরেছেন তিনি কে?
বিশেষ লুকে একটি সোফায় বসে আছেন। সিনেমার প্রচারণায় বিশেষ এই লুকে ভক্তদের আবার চমকে দিলেন শূন্য থেকে ক্যারিয়ার শুরু করা এই অভিনেতা। ফেসবুকে পোস্টারটি নিয়ে শুরু হয়েছে আলোচনা। বলা যায়, এখন ভাইরাল। সবার একমত, স্বাভাবিকভাবে দেখলে মনে হতে পারে, এটা ভারতের কোনো অবেদনময়ী নায়িকা! তিনি অভিনেত্রী নন, অভিনেতা। এসবই পর্দার সাজ। তাঁর অভিনীত ‘গ্যাংস অব ওয়াসিপুর’, ‘বজরঙ্গি ভাইজান, ‘বাদলাপুর’, ‘দ্য লাঞ্চবক্স’ সিনেমাগুলো তাঁকে আলাদা করেছে। স্থায়ীভাবে জায়গা করে দিয়েছে বলিউডে। অস্কার মনোনীত ছবি ‘লায়ন’ কিংবা বাংলাদেশের ‘নো ল্যান্ডস ম্যান’ সিনেমা বা নেটফ্লিক্সে প্রচারিত ‘সেক্রেড গেমস’ ওয়েব সিরিজের কথাই যদি বলা যায়, সেখানেও অনন্য এই অভিনেতা। এবার হয়তো বুঝতে পেরেছেন এই অভিনেতার নাম নওয়াজুদ্দিন সিদ্দিকী। আজ তাঁর ‘হাড্ডি’ সিনেমার প্রথম মোশন পোস্টার প্রকাশ পেয়েছে।
জি স্টুডিও প্রকাশিত ভিডিওতে বলা হয়েছে, ক্রাইম ও প্রতিশোধের গল্প নিয়ে ‘হাড্ডি’ সিনেমা। এর শুটিং শুরু হতে যাচ্ছে। আগামী বছর মুক্তি পাবে। আরও বলা হয়েছে, নওয়াজুদ্দিন সিদ্দিকীকে আগে এভাবে পর্দায় দেখা যায়নি। সিনেমাটি পরিচালনা করেছেন অজয় শর্মা। তিনি বলেন, ‘সিনেমাটি নিয়ে দ্বিগুণ রোমাঞ্চিত। কারণ, “হাড্ডি” আমাকে বিশেষ সুযোগ তৈরি করে দিয়েছে নওয়াজুদ্দিন সিদ্দিকীর মতো অভিনেতার সঙ্গে কাজ করার। আমাদের টিম শুটিং আশাবাদী। মোশন পোস্টারটি দর্শকদের অনেকটা আকৃষ্ট করবে সিনেমাটি নিয়ে।’
নওয়াজুদ্দিন সিদ্দিকীর এই পরিচালক এর আগে ‘একে ভিএস একে’, ‘সেক্রিড গেমস’-এর দ্বিতীয় ইউনিট ডিরেক্টর ছিলেন। কিছু সিনেমার চিত্রনাট্যও লিখেছেন। তিনি আরও বলেন, ‘আমরা খুবই আনন্দিত। গল্পটি দিয়ে আমরা নতুন একটি জগতে নিয়ে যেতে চাই দর্শকদের। “হাড্ডি” খুব শিগগির শুটিং ফ্লোরে যাবে। আমরা উত্তর প্রদেশ, নদিয়া, গাজিয়াবাদসহ বেশ কিছু লোকেশনে শুটিং করব।’ তবে সিনেমায় আর কারা থাকছেন, সেটা জানা যায়নি।