দক্ষিণি সিনেমার প্রশংসিত সম্পাদক নিশাদ ইউসুফ মারা গেছেন। গতকাল দিবাগত রাত দুইটায় কেরালার কোচিতে নিশাদকে নিজ বাড়িতে মৃত অবস্থায় পাওয়া গেছে বলে জানা গেছে। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, তবে মৃত্যুর কারণ এখনো জানাতে পারেনি পুলিশ। তদন্ত চলছে, তবে পুলিশ কর্মকর্তারা এখন পর্যন্ত কোনো বিবৃতি প্রকাশ করেননি।
ফিল্ম এমপ্লয়িজ ফেডারেশন অব কেরালার (এফইএফকেএ) ডিরেক্টরস ইউনিয়ন তাদের অফিশিয়াল ফেসবুক পেজে নিশাদ ইউসুফের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
চলচ্চিত্র সংস্থাটি প্রখ্যাত এই সম্পাদকের একটি ছবি শেয়ার করে লিখেছে, ‘চলচ্চিত্র সম্পাদক নিশাদ ইউসুফের অপ্রত্যাশিত মৃত্যু হয়েছে। তিনি বদলে যাওয়া মালয়ালম সিনেমায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।’
যদিও বিভিন্ন গণমাধ্যম তাঁর মৃত্যুকে সম্ভবত আত্মহত্যা বলে রিপোর্ট করেছে, তবে পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
নিশাদ ইউসুফ মালয়ালম ও তামিল সিনেমার একজন জনপ্রিয় চলচ্চিত্র সম্পাদক ছিলেন।
তিনি ‘থাল্লুমালা’, ‘উন্ডা’, ‘ওয়ান, ‘সৌদি ভেলাক্কা’, ‘আদিওস অ্যামিগোস’-এর মতো উল্লেখযোগ্য ছবিতে কাজ করেছেন। আগামী ১৪ নভেম্বর মুক্তি পাবে তাঁর বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কাঙ্গুভা’। এতে সুরিয়া, ববি দেওল, দিশা পাটানির মতো তারকা আছেন।