শাহরুখ–আমির খানের সঙ্গে অভিনয়ের সুযোগ পেয়েও তিনি রাজি হননি

শাহরুখ খান বা আমির খানের মতো তারকাদের সঙ্গে অভিনয়ের সুযোগ কজন পায়। সেখানে অভিনয়ের সুযোগ পেয়েও প্রত্যাখ্যান করেন এই অভিনেতা। বলিউডের এই অভিনেতার আজ জন্মদিন। আজ তিনি ৫৫ বছরে পা দিলেন। ১৯৮৯ সালে টেলিভিশন নাটক দিয়ে ক্যারিয়ার শুরু করেন এই অভিনেতা। এর প্রায় ১১ বছর পর ‘সত্য’ সিনেমায় অভিনয় করে প্রথম দর্শকমহলে পরিচিতি পান। এরপর আর পেছনে তাকাতে হয়নি মনোজ বাজপেয়ীকে।
এ অভিনেতার জন্ম বিহারে। নিজেকে প্রমাণ করতে অবিশ্বাস্য এক বাস্তবতার মধ্য দিয়ে যেতে হয়েছে। জায়গা করে নিতে হয়েছে মুম্বাইতে এসে। একটু একটু করে মূল ধারার সিনেমায় নাম লিখিয়েছেন। দীর্ঘ প্রায় তিন যুগের ক্যারিয়ারে অভিনয় দিয়েই নিজেকে প্রমাণ করতে হয়েছে। বর্তমানে তিনি আলোচিত অভিনেতা
ছবি: ফেসবুক
ক্যারিয়ার শুরুর দিকে তাঁকে নানা সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয়েছে। ১৯৯৯ সালের কথা। তখন পরিচালক অনুরাগ কশ্যপ চেয়েছিলেন পরবর্তী সিনেমায় মনোজকে কাস্টিং করবেন। কিন্তু প্রযোজক খুঁজে পাচ্ছিলেন না। পরে প্রযোজক পাওয়ার পরে বাদ পড়েন মনোজ।
‘দেবদাস’ সিনেমার পরিচালক সঞ্জয় লীলা বানসালি তাঁকে প্রস্তাব দেন শরৎ চন্দ্রের বিখ্যাত উপন্যাস ‘দেবদাস’–এর একটি পার্শ্ব চরিত্রে নাম লেখানোর জন্য। কিন্তু তিনি পার্শ্ব চরিত্রে অভিনয় করতে চাননি। তিনি মনে করেছিলেন, এটা তাঁর ক্যারিয়ারের জন্য ক্ষতি হতে পারে। পরে জ্যাকি শ্রফ তাঁর জায়গায় নাম লেখান। সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেন শাহরুখ খান।
শুধু শাহরুখ খানই নন, আমির খানের সঙ্গে ‘দঙ্গল’ সিনেমায় প্রস্তাব পাওয়ার পরও তিনি চরিত্রটি প্রত্যাখ্যান করেন। এই নিয়ে মনোজ বাজপেয়ী গণমাধ্যমে জানিয়েছিলেন, আমির খানের বিপরীতে তিনি নেতিবাচক চরিত্রে অভিনয় করতে চাননি। এটা তাঁর ক্যারিয়ারের জন্য খারাপ হতে পারে। তিনি সরে গেলে গিরিশ কুলকার্নি এই চরিত্রে অভিনয় করেন।
২০১৯ সালে অভিনয়ে অবদান রাখার জন্য পদ্মশ্রী পুরস্কার পান মনোজ বাজপেয়ী। পরবর্তী সময়ে তিনি ফিল্মফেয়ার, দাদা সাহেব ফলকেসহ একাধিক পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। মুক্তির অপেক্ষায় রয়েছে আন্তর্জাতিক প্রডাকশন ‘দ্য ফ্যামিলি ম্যান’সহ ছয়টি সিরিজ ও সিনেমা। তাঁর জন্ম ১৯৬৯ সালের ২৩ এপ্রিল।