চলতি বছরের সবচেয়ে জনপ্রিয় ১০ বলিউড তারকার তালিকা প্রকাশ করেছে ইন্টারনেট মুভি ডেটাবেজ বা আইএমডিবি। কোলাজ
চলতি বছরের সবচেয়ে জনপ্রিয় ১০ বলিউড তারকার তালিকা প্রকাশ করেছে ইন্টারনেট মুভি ডেটাবেজ বা আইএমডিবি। কোলাজ

শীর্ষে শাহরুখ, জনপ্রিয় বলিউড তারকার তালিকায় আর কারা আছেন

চলতি বছরের সবচেয়ে জনপ্রিয় ১০ বলিউড তারকার তালিকা প্রকাশ করেছে ইন্টারনেট মুভি ডেটাবেজ বা আইএমডিবি। অনুমিতভাবেই এই তালিকার শীর্ষে রয়েছেন শাহরুখ খান। এই তালিকা করা হয়েছে আইএমডিবিতে অভিনয়শিল্পীদের পেজ ভিউয়ের ভিত্তিতে। তবে বাকি নয়টি নামের ক্ষেত্রে রয়েছে বড় চমক। ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক বিস্তারিত।
শাহরুখ খান: চলতি বছর সবচেয়ে জনপ্রিয় বলিউড তারকার তালিকার শীর্ষে কেন শাহরুখ খানের নাম থাকবে, সহজেই বোঝা যায়। গত ২৫ জানুয়ারি চার বছর পর ‘পাঠান’ দিয়ে বড় পর্দায় প্রত্যাবর্তন করে রীতিমতো বক্স অফিসে ঝড় তোলেন। শেষ পর্যন্ত এক হাজার কোটি রুপির বেশি ব্যবসা করে সিনেমাটি। শুধু কি ‘পাঠান’, সেপ্টেম্বরে মুক্তি পাওয়া ‘জওয়ান’–ও এক হাজার কোটির বেশি ব্যবসা করে। সব মিলিয়ে দর্শকেরা চলতি বছর শাহরুখকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। এর ফলে আইএমডিবির তালিকার শীর্ষে রয়েছেন শাহরুখ
আলিয়া ভাট: ২০২২ সালে ‘গাঙ্গুবাই কাঠিয়াবাড়ি’, ‘আরআরআর’ দিয়ে বছরটা নিজের করেছিলেন আলিয়া ভাট। চলতি বছরও ব্যতিক্রম নয়, ‘রকি অউর রানি কি প্রেমকাহিনি’ দিয়ে আলোচনায় ছিলেন অভিনেত্রী। করণ জোহর পরিচালিত সিনেমাটি গত ২৮ জুলাই মুক্তির পর দর্শক-সমালোচক সবারই প্রশংসা পায়। ‘হার্ট অব স্টোন’ দিয়ে চলতি বছর হলিউডে অভিষেকও হয়েছে তাঁর। এ ছাড়া এ বছর ফিল্মফেয়ার পুরস্কার, ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েও আলোচনায় ছিলেন আলিয়া। আইএমডিবির এই তালিকা নিয়ে এক প্রতিক্রিয়ায় আলিয়া বলেন, ‘দর্শককে অনেক ধন্যবাদ আমাকে এই তালিকায় জায়গা করে দেওয়ার জন্য। প্রতিজ্ঞা করছি, কঠোর পরিশ্রম আর নিবেদন দিয়ে ভবিষ্যতে আরও ভালো কাজ উপহার দিব।’ ইনস্টাগ্রাম থেকে
দীপিকা পাড়ুকোন: বলিউডের জনপ্রিয় অভিনয়শিল্পীদের তালিকা হবে আর সেখানে দীপিকা পাড়ুকোনের নাম থাকবে না, তা কি হয়! ‘পাঠান’ আর ‘জওয়ান’-এর অতিথি চরিত্রে অভিনয় করে বছরজুড়েই আলোচনায় ছিলেন অভিনেত্রী। সামনে তাঁকে দেখা যাবে বড় বাজেটের দুই সিনেমা সিদ্ধার্থ আনন্দের ‘ফাইটার’ ও রোহিত শেঠির ‘সিংহাম অ্যাগেইন’-এ। ইনস্টাগ্রাম থেকে
ওয়ামিকা গাব্বি: এই তালিকার সবচেয়ে বড় চমক সম্ভবত ৪ নম্বরে ওয়ামিকা গাব্বির উপস্থিতি। তরুণ এই অভিনয়শিল্পী চলতি বছরটা দুর্দান্ত কাটাচ্ছেন, বিশেষ করে ওটিটিতে। বিক্রমাদিত্য মোতোয়ানির ‘জুবলি’ ও বিশাল ভারদ্বাজের ‘খুফিয়া’য় তাঁর অভিনয় নজর কেড়েছে। এই তালিকা নিয়ে এক প্রতিক্রিয়ায় গাব্বি বলেন, ‘এবারই প্রথম আইএমডিবির এই তালিকায় আমি জায়গা পেলাম। আমি খুবই উৎফুল্ল। চলতি বছর আমি বিভিন্ন ঘরানার, বিভিন্ন ভাষার কাজ করেছি, চেষ্টা করেছি ভালো কিছু উপহার দেওয়ার। আমার দর্শকদের প্রতি কৃতজ্ঞ।’ আইএমডিবি
নয়নতারা: চলতি বছর ‘জওয়ান’ দিয়ে আলোচনায় ছিলেন নয়নতারা। এ ছাড়া মুক্তি পেয়েছে তাঁর অভিনীত তামিল সিনেমা ‘ইরাইবান’
তামান্না ভাটিয়া: আইএমডিবির এই তালিকার আরেক চমক তামান্না ভাটিয়া। কয়েক বছর ধরেই তামান্না সেভাবে সরব ছিলেন না। কিন্তু সিনেমা, সিরিজ আর বিজয় ভার্মার সঙ্গে প্রেম নিয়ে চর্চায় ছিলেন অভিনেত্রী। ২০২২ সালে তাঁকে রজনীকান্তের সঙ্গে দেখা গেছে ‘জেলার’ সিনেমায়। এ ছাড়া করেছেন অ্যান্থলজি সিরিজ ‘লাস্ট-স্টোরিজ’।
কারিনা কাপুর খান: গত বছর ‘লাল সিং চাড্ডা’ সেভাবে সাফল্য পায়নি। তবে মাতৃত্বকালীন বিরতি শেষে অভিনেত্রী ‘জানে জা’ দিয়ে ফিরেছেন। সমালোচকদের কাছে মিশ্র প্রতিক্রিয়া পেলেও দর্শকেরা বেশ পছন্দ করেছেন ওয়েব ফিল্মটি। ফেসবুক থেকে
সবিতা ধুলিপালা: আইএমডিবির সেরা তারকার তালিকায় আরেক চমকের নাম সবিতা ধুলিপালা। ওয়েব, সিনেমা মিলিয়ে কয়েক বছর ধরেই আলোচনায় ছিলেন অভিনেত্রী। চলতি বছর তাঁকে দেখা গেছে ‘মেড ইন হ্যাভেন টু’ সিরিজ ও মনি রত্মমের সিনেমা ‘পোন্নিইন সেলভান টু’-তে। এএফপি
অক্ষয় কুমার: প্রতিবছরই এ তালিকার শুরুর দিকে থাকেন অক্ষয় কুমার। তবে কয়েক বছর ধরে তাঁর ফর্মটা ভালো যাচ্ছে না। অনুমিতভাবেই তাঁর নাম আছে ৯ নম্বরে। সর্বশেষ মুক্তি পাওয়া তাঁর সিনেমা ‘ওএমজি টু’ হিট না হলে হয়তো এ তালিকায় তাঁর নাম না–ও থাকতে পারত। আইএমডিবি
বিজয় সেতুপতি: ‘জওয়ান’-এ প্রধান খলনায়ক, আলোচিত ওয়েব সিরিজ ‘ফরজি’র পুলিশ কর্মকর্তা—সব মিলিয়ে ২০২৩ সালটা দারুণ কাটাচ্ছেন বিজয় সেতুপতি। এই দক্ষিণি তারকা তাই অনুমিতভাবেই রয়েছেন জনপ্রিয় তারকার তালিকায়। আইএমডিবি