দাদাসাহেব ফালকে পুরস্কার গ্রহণ করলেন মিঠুন চক্রবর্তী
দাদাসাহেব ফালকে পুরস্কার গ্রহণ করলেন মিঠুন চক্রবর্তী

বাঙালি বাবুর বেশেই দাদাসাহেব ফালকে পুরস্কার নিলেন মিঠুন

‘মানুষ বলত, ফিল্ম ইন্ডাস্ট্রিতে কালো রং চলবে না। এখানে কী করছ? ফিরে যাও, রাস্তা দিয়ে যেতে যেতে লোকে কালিয়া বলত? আমি ভাবতাম, কী করব? ভগবানকে বলতাম, কী করব, এই রং তো পাল্টাতে পারব না? ভাবতাম যে আমি নাচতে জানি, পা দিয়ে এমন নাচব, যাতে লোকে আমার গায়ের রং না দেখে আমার পায়ের দিকে দেখে… পা থামতে দেয়নি…লোকে তখন আমার রং ভুলে গেল, আমি হয়ে গেলাম সেক্সি, ডাস্কি বাঙালি বাবু…’। ভারতের মর্যাদাপূর্ণ দাদাসাহেব ফালকে পুরস্কার গ্রহণ করে এমন মন্তব্য করলেন বলিউড তারকা মিঠুন চক্রবর্তী।

আজ মঙ্গলবার দিল্লির বিজ্ঞানভবনে ৭০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শর্মিলা ঠাকুর থেকে শুরু করে মণি রত্নম, মনোজ বাজপেয়ী, এ আর রহমান, প্রীতম, ঋষভ শেঠি কিংবা মিঠুন চক্রবর্তী—সারা ভারতের চলচ্চিত্র জগতের প্রতিভাবানদের পাওয়া গেল এক ছাদের তলায়। সেখানে ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মান গ্রহণ করেন মিঠুন চক্রবর্তী। এদিন মিঠুন মর্যাদাপূর্ণ দাদাসাহেব ফালকে পুরস্কার গ্রহণ করলেন অসুস্থতা নিয়েই।
হিন্দুস্তান টাইমসহ বেশ কিছু ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সম্মানিত মিঠুন এদিন একদম বাঙালি বাবুর বেশেই ধরা দিলেন। ধুতি-পাঞ্জাবিতে আলো ছড়ান এই বাঙালি অভিনেতা।

ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পুরস্কার নিচ্ছেন বলিউড তারকা মিঠুন চক্রবর্তী

আগেই ঘোষণা করা হয়েছিল কারা পাচ্ছেন এ পুরস্কার। আজ ছিল শুধু দেওয়া–নেওয়ার পালা। এদিন অভিনেতা মনোজ বাজপেয়ী তাঁর স্ত্রী শাবানা রাজার সঙ্গে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন। ‘গুলমোহর’ ছবিতে অভিনয়ের জন্য বিশেষ সম্মান পেয়েছেন মনোজ বাজপেয়ী।
চলতি এডিশনে সেরা বাংলা ছবির সম্মান পেয়েছে কৌশিক গঙ্গোপাধ্যায়ের কাবেরী অন্তর্ধান। জাতীয় পুরস্কারের মঞ্চে সেরা রূপটানশিল্পী নির্বাচিত হয়েছেন সোমনাথ কুণ্ডু। ‘অভিযাত্রিক’ ছবির জন্য এই সম্মান পেলেন তিনি। ধুতি–পাঞ্জাবিতে সেজে এদিন রাষ্ট্রপতির হাত থেকে সম্মান নিলেন সোমনাথ কুণ্ডু। অন্যদিকে অনীক দত্তর এই ছবির ঝুলিতেই গেছে সেরা প্রোডাকশন ডিজাইনের পুরস্কার। সম্মানিত আনন্দ আঢ্য। ২০২২ সালের চলচ্চিত্র ‘পোন্নিয়িন সেলভান-পার্ট ১’-এ ব্যাকগ্রাউন্ড স্কোরের জন্য তাঁর সপ্তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার এদিন গ্রহণ করলেন এ আর রহমান।

ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পুরস্কার নিচ্ছেন এ আর রহমান

‘কান্তারা’ অভিনেতা ঋষভ শেঠি চলতি বছর সেরা অভিনেতার সম্মান পেলেন। বেজ রঙের শার্টের সঙ্গে ধুতিতে একদম সাবেকি সাজে পাওয়া গেল তাঁকে। চলতি বছর যৌথভাব সেরা অভিনেত্রীর সম্মান ভাগ করে নিয়েছেন নিত্য মেনন (তামিল ছবি ‘তিরুচিত্রমবলম’) ও মানসী পারেখ (গুজরাতি ছবি ‘কচ্ছ এক্সপ্রেস’)। সেরা ছবির সম্মান গেছে মালয়ালি ছবি ‘আত্তাম’-এর ঝুলিতে।
‘ব্রহ্মাস্ত্র’-এর পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের সঙ্গে এদিনের অনুষ্ঠানে যোগ দিয়েছেন পরিচালক করণ জোহর। ‘ব্রহ্মাস্ত্র’ ট্র্যাক কেশরিয়ার জন্য সেরা প্লেব্যাক গায়কের সম্মান পেয়েছিলেন অরিজিৎ সিং। তবে এদিন গরহাজির ছিলেন অরিজিৎ। এ ছাড়া এভিজিসি (অ্যানিমেশন, ভিজ্যুয়াল এফেক্টস, গেমিং ও কমিক) বিভাগে সেরা চলচ্চিত্র এবং সেরা ভিএফএক্স চলচ্চিত্র বিভাগে পুরস্কৃত অয়ন মুখোপাধ্যায়ের ছবি। অয়নের পাশাপাশি এই ছবির জন্যই আরও এক বাঙালি পুরস্কৃত হন। সেরা সংগীত পরিচালকের সম্মান গ্রহণ করেন প্রীতম।