উটিতে বাগদান সারলেন অভিনেত্রী মীঠা

বাগদান সারলেন তামিল সিনেমা ‘গুড নাইট’–এ অভিনয় করে পরিচিতি পাওয়া তরুণ অভিনেত্রী মীঠা রঘুনাথ; তাঁর বাগদানের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ইনস্টাগ্রাম থেকে নেওয়া ছবিতে তাঁকে নিয়ে থাকল আরও তথ্য।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, মীঠার জন্মস্থান তামিলনাড়ুর উটি শহরে বাগদান হয়েছে। তবে তাঁর হবু স্বামীর নাম–পরিচয় এখনো প্রকাশ্যে আসেনি
ছবি: ইনস্টাগ্রাম
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে মীঠাকে লাল পাড়ের হলুদ শাড়িতে দেখা গেছে
২০২২ সালে মুক্তিপ্রাপ্ত তামিল সিনেমা ‘মুধাল নি মুদিবাম নি’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক ঘটে তাঁর। এরপর আরেক সিনেমা ‘গুড নাইট’–এ অভিনয় করে আলোচিত হয়েছেন তিনি
সিনেমার পাশাপাশি জিফাইভের ‘ফাইভ সিক্স সেভেন এইট’ সিরিজেও পাওয়া গেছে চেন্নাইয়ের মেয়ে মীঠাকে
গত সেপ্টেম্বরে সনি মিউজিকের ‘সিরু কুডু’ নামে একটি গানের ভিডিও চিত্রে মডেল হিসেবে দেখা গেছে ২৪ বছর বয়সী অভিনেত্রীকে