‘দ্য আর্চিস’ দিয়ে বলিউডে অভিষেক সুহানা খানের। এরপর তাঁকে আর নতুন কাজে দেখা যায়নি। তবে অন্তর্জালে সরব অভিনেত্রী। ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক সুহানার নতুন কাজের খবর।
বিনোদন ডেস্ক
নীল পোশাকে নতুন ছবি পোস্ট করেছেন সুহানা। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকেতাঁর ছবিগুলো পছন্দ করেছেন ভক্ত–অনুসারীরা। ছবিগুলো পোস্ট করে সুহানা লিখেছেন, ‘নীলের ছায়ায়’। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
বিজ্ঞাপন
ছবির নিচের মন্তব্য করেছেন সুহানার ঘনিষ্ঠ বন্ধু অভিনেত্রী অনন্যা পান্ডে। অনন্যা লিখেছেন, ‘গার্ল উইথ ভিশন’। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে‘কিং’ ছবির জন্য জোর প্রস্তুতি শুরু করেছেন শাহরুখ খান ও সুহানা খান। সুহানার ইনস্টাগ্রাম থেকে
ছবিটি সম্ভবত ২০২৬ সালে মুক্তি পাবে। শাহরুখের এই ছবিকে ঘিরে এখন থেকেই তাঁর ভক্তরা রোমাঞ্চিত; কারণ, সিনেমাটিতে কন্যা সুহানার সঙ্গে দেখা যাবে তাঁকে। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকেবাবা ও মেয়ে অ্যাকশন দৃশ্যের জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করেছেন। ছবির শুটিং আগামী জানুয়ারিতে শুরু হবে। নির্মাতারা এই ছবির প্রথম শিডিউলের লোকেশন হিসেবে হাঙ্গেরির বুদাপেস্টকে নির্বাচন করেছেন। কারণ, সেখানে তখন ঠান্ডা থাকবে। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকেছবিটি পরিচালনা করবেন সুজয় ঘোষ। ছবিটির মূল চরিত্রে শাহরুখ ও সুহানা ছাড়া অভিষেক বচ্চন ও অভয় ভার্মাকেও দেখা যাবে। অভিষেক এই ছবিতে নেতিবাচক চরিত্রে অভিনয় করতে চলেছেন। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে