গায়ক,অভিনেতা কিশোর কুমারকে নাকি চিনতেন না আলিয়া, জানালেন রণবীর
গায়ক,অভিনেতা কিশোর কুমারকে নাকি চিনতেন না আলিয়া, জানালেন রণবীর

কিশোর কুমারকে চিনতেন না আলিয়া, জানালেন রণবীর

রণবীর কাপুর এখন ব্যস্ত তাঁর আগামী ছবি ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর শুটিংয়ে। তারই ফাঁকে গোয়ায় আয়োজিত ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ায় (আইএফএফআই) অংশগ্রহণ করেছিলেন এই বলিউড তারকা। এই চলচ্চিত্র উৎসবে রণবীর জানিয়েছেন, সঞ্জয় লীলা বানসালির সঙ্গে তাঁর কাজ করার কথা। দাদা কিংবদন্তি অভিনেতা রাজ কাপুর থেকে শুরু করে মেয়ে রাহাকে নিয়েও নানা কথা বলেছেন তিনি। এ আসরেই রণবীর স্ত্রী তথা অভিনেত্রী আলিয়া ভাটের একটি তথ্য ফাঁস করেছেন।

আইএফএফআইয়ে রণবীর আলিয়ার প্রসঙ্গ টেনে বলেছেন, ‘আলিয়ার সঙ্গে আমার যখন প্রথম দেখা হয়েছিল, ও তখন আমাকে জিজ্ঞেস করেছিল যে কিশোর কুমার কে?

এই মানুষগুলোকে অনেকে ভুলে যাচ্ছে। সত্যি বলতে আমার মনে হচ্ছে এটা জীবনের এক বিশেষ ঘটনা। আমাদের নিজেদের অতীত বজায় রাখা জরুরি। নতুন কোনো শিল্পীর আবির্ভাব হলে আমরা আগের শিল্পীদের ভুলে যাই। আমার মতে, আমাদের নিজেদের উৎসকে মনে রাখা জরুরি। শুধু কিশোর কুমার, রাজ কাপুর নয়, এ রকম আরও অনেক শিল্পী এবং চিত্রনির্মাতা আছেন, যাঁদের ঘিরে আমাদের উদ্‌যাপন করা উচিত। আমি আইএফএফআইয়ের কাছে কৃতজ্ঞ যে ওরা এ কাজটি করছে।’

আলিয়া ভাট ও রণবীর কাপুর। এএফপি

রণবীরকে আগামী দিনে ‘রামায়ণ’, ‘লাভ অ্যান্ড ওয়ার’, ‘ব্রহ্মাস্ত্র পার্ট ২ এবং ব্রহ্মাস্ত্র পার্ট ৩’ ও ‘অ্যানিমেল পার্ক’ ছবিতে দেখা যাবে। রণবীর এই চলচ্চিত্র উৎসবে সঞ্জয় লীলা বানসালির সঙ্গে ১৭ বছর পর আবার কাজ করার কথা বলেছেন। তিনি বলেন, ‘তাঁর সঙ্গে আবার কাজ করতে পেরে আমি খুশি। তিনি আমার গডফাদার। সিনেমার বিষয়ে আমি যতটুকু জানি, অভিনয়ের ব্যাপারে আমার যতটুকু জ্ঞান আছে, তা আমি তাঁর থেকে শিখেছি। আমি এখনো তাঁর কাজকে ঘিরে পাগল।’ বানসালির প্রসঙ্গে রণবীর আরও বলেছেন, ‘আমি তাঁকে খুব সম্মান করি। তিনি এখনো বদলাননি। আজও তিনি একই রকমের পরিশ্রমী। তিনি সব সময় তাঁর ছবিকে ঘিরেই চিন্তাভাবনা করতে থাকেন। তাঁর ছবির চরিত্রের ব্যাপারে কথা বলতে চান। সব সময় তিনি চান ব্যতিক্রমী কিছু করতে।’

আগামী ১৪ ডিসেম্বর চিত্রনির্মাতা, অভিনেতা রাজ কাপুরের জন্মশতবার্ষিকী উদ্‌যাপন করা হবে বলে জানান রণবীর। অভিনেতা জানান যে দাদার ছবিগুলোকে নিয়ে একটি চলচ্চিত্র উৎসবের আয়োজন করতে যাচ্ছে কাপুর পরিবার। রণবীর বলেছেন, ‘আমরা এখন পর্যন্ত তাঁর ১০টা ছবি নির্বাচন করেছি। এখনো আরও ছবি নির্বাচন করা বাকি আছে।

১৪ ডিসেম্বর চিত্রনির্মাতা, অভিনেতা রাজ কাপুরের জন্মশতবার্ষিকী উদ্‌যাপন করা হবে বলে জানান রণবীর

আমরা ১৩-১৫ ডিসেম্বর “রাজ কাপুর চলচ্চিত্র উৎসব” আয়োজন করব। সারা ভারতে তাঁর ছবিগুলো রিলিজ করা হবে। আমরা আশা করি যে সবাই তাঁর কাজ দেখবেন। কারণ, এমন অনেক মানুষ আছেন, যাঁরা তাঁর কাজ দেখেননি।’ এই বলিউড তারকা রাহাকে ঘিরে এক তথ্য প্রকাশ করেছেন। রণবীর জানিয়েছেন যে রাহাকে তিনি তাঁর দাদার ‘আনাড়ি’ ছবির এক গান প্রথম শুনিয়েছিলেন। আর ‘আনাড়ি’ ছবির সেই কালজয়ী গানটি হলো ‘কিসি কে মুস্কারাহটো পে হো নিসার’।