'বাহুবলী' থেকে তামান্না যা পেলেন

তামান্না ভাটিয়া
তামান্না ভাটিয়া

‘বাহুবলী’ ছবিতে অভিনয় বেশ কাজে লেগেছে তামান্না ভাটিয়ার। এমনটিই বলছেন তিনি। ‘কাল্লোরি’, ‘হ্যাপি ডেজ’, ‘কান্দেন কাদালাই’, ‘হিম্মতওয়ালা’, ‘বেঙ্গল টাইগার’—এসব ছবিতে অভিনয়ের চেয়ে ‘বাহুবলী’র অভিজ্ঞতা একেবারেই অন্য রকম। এ ছবিতে কাজ করে বাড়তি দুটি উপকার হয়েছে তাঁর। আর এ জন্য তিনি ধন্যবাদ জানাতে চান ছবির পরিচালক রাজামৌলিকে।

তা কী উপকার হলো? এক নম্বর উপকারটি হচ্ছে ‘বাহুবলী’র দুটি পর্বে অভিনয়ের ফলে শারীরিক ও মানসিকভাবে একেবারেই বদলে গেছেন এই অভিনেত্রী। দ্বিতীয়টি হচ্ছে এখন ব্যক্তিজীবনের নানা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তিনি আরও সাহসী হয়ে উঠেছেন। মানে, ‘বাহুবলী’ তাঁকে একবাহু বল এনে দিয়েছে। তামান্না বলেন, ‘আমার তো আগে উচ্চতাভীতি ছিল। ‘বাহুবলী’ ছবির কাজ করতে গিয়ে বেশ লাফঝাঁপ করতে হয়েছিল। সেসব করতে গিয়ে সাহস বেড়ে গেছে।’

‘বাহুবলী’ ছবিতে প্রভাস ও তামান্না

ভারতের বিভিন্ন অঞ্চলের ছবিতে কাজ করে যাচ্ছেন তামান্না; বিশেষ করে তামিল ও তেলেগু ছবি। হিন্দি ছবিতে কাজের ব্যাপারেও আগ্রহ রয়েছে তাঁর। তাই বলে যেকোনো হিন্দি ছবিতে নয়। তামান্না বলেন, ‘আমি সিনেমায় কাজ করতে চাই বটে, কিন্তু তা হতে হবে ভালো সিনেমা। ব্যতিক্রম সব চরিত্রে ব্যতিক্রম সব মানুষের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিতে এখন বেশ বেছে বেছে ছবির কাজ নিচ্ছি, বিশেষ করে যে ধরনের গল্প নিজের কাছে ভালো লাগছে। ‘বাহুবলী’র পর ঝুঁকি নিতে শিখে গেছি। এতে এখন আর কোনো ভয় নেই।’

শিগগির মুক্তি পেতে যাচ্ছে তাঁর নতুন ছবি ‘সাই রা নরসিমা রেড্ডি’। এ ছবিতে আরও অভিনয় করেছেন চিরঞ্জীবী, অমিতাভ বচ্চন প্রমুখ। এ ছাড়া ‘দেবী টু’ ও ‘দ্যাট ইজ মহালক্ষ্মী’ ছবিতেও দেখা যাবে তামান্না ভাটিয়াকে। টাইমস অব ইন্ডিয়া