‘সঞ্জু’ ছবির মুক্তির বাকি আর মাত্র কয়েক দিন। ছবি মুক্তির তারিখ যতই এগিয়ে আসছে, ততই বুকের ধুকপুকানি বেড়ে চলেছে পরিচালকের। ‘সঞ্জু’র পরিচালক রাজকুমার হিরানী এই ছবির লেখকদের দলেও আছেন। কিন্তু তাঁর এত ভয় পাওয়ার কারণ কী? এটি তো তাঁর প্রথম ছবি নয়। তাঁর ঝুলিতে আছে ‘থ্রি ইডিয়টস’ আর ‘পিকে’র মতো সফল কিছু ছবি। শিগগিরই এই দুই ছবির সিকুয়েল নির্মাণ করবেন বলে জানিয়েছেন রাজকুমার হিরানী।
এর আগে অনেক ছবি তৈরি করলেও রাজকুমার হিরানী আগে কখনো বায়োপিক পরিচালনা করেননি। ‘সঞ্জু’ তাঁর পরিচালিত প্রথম বায়োপিক। এটি অভিনেতা ও তাঁর বন্ধু সঞ্জয় দত্তের জীবন নিয়ে তৈরি। রাজু (রাজকুমার হিরানীর ডাকনাম) এই ছবির মুক্তির আগে তাঁর অভিজ্ঞতা জানাতে গিয়ে বলেন, ‘ভয়ে আমার শরীর কাঁপছে। আমার ছবির কলাকুশলীরা তা জানেন। আর এর জন্য তাঁরা আমার সঙ্গে এখন অনেক মজা নিচ্ছেন। আমি শুধু চাইছি দর্শক যেন আমার ছবিটি পছন্দ করেন।’
‘মুন্না ভাই এমবিবিএস’ রাজকুমার হিরানী পরিচালিত প্রথম ছবি। এই ছবিতে ‘মুন্না ভাই’ চরিত্রে হাজির হন সঞ্জয় দত্ত। অনেক বছর পর এই ছবি সঞ্জয়কে দর্শকদের কাছে নতুন করে নিয়ে আসে। এই ছবির সিকুয়েল ‘লাগে রাহো মুন্না ভাই’ও অনেক জনপ্রিয় হয়েছে। এরপর থেকে তো সঞ্জয় দত্তের নাম হয়ে যায় ‘মুন্না ভাই’। দর্শক এই ফ্র্যাঞ্চাইজির আরও সিকুয়েল দেখতে চান। একই পরিচালকের ব্লকবাস্টার ছবি ‘থ্রি ইডিয়টস’ ও ‘পিকে’র সিকুয়েলের জন্যও উন্মুখ হয়ে আছেন দর্শক। গুঞ্জন শোনা যাচ্ছিল, রাজু এই দুটি ছবির সিকুয়েল তৈরির কথা ভাবছেন। সম্প্রতি এ সম্পর্কে কথা বলেছেন তিনি। এই পরিচালক বলেন, ‘আমার মাথায় কিছু আইডিয়া আছে। কিন্তু সেগুলো খুব বেশি দূর এগোয়নি। আমি অবশ্যই “থ্রি ইডিয়টস” ছবির সিকুয়েল তৈরি করতে চাই। কারণ, এই ছবি নিয়ে আমার অনেক ভালো অভিজ্ঞতা আছে।’
পরিচালক আরও বলেন, ‘আমি আর ছবির সহলেখক অভিজাত যোশী এই সিনেমার সিকুয়েল লিখতে বসেছিলাম একবার। আমরা গল্পের আইডিয়া পেয়েছি। কিন্তু তা নিয়ে আরও অনেক কাজ করা বাকি। আমি হুটহাট কিছু লিখে না ফেলে অনেক সময় ধরে চিত্রনাট্য তৈরি করায় বিশ্বাসী। ছবির গল্পের ব্যাপারে কোনো ছাড় দিতে চাই না।’
২৯ জুন মুক্তি পাচ্ছে ‘সঞ্জু’। ছবিতে রণবীর কাপুর ছাড়া আরও অভিনয় করেছেন পরেশ রাওয়াল, মনীষা কৈরালা, সোনম কাপুর, দিয়া মির্জা, আনুশকা শর্মা, কারিশমা তান্না, ভিকি কুশল প্রমুখ।