তামিল ছবির দুনিয়ায় তিনি মহাতারকা। তাঁর ছবি মুক্তি পাওয়া মানেই তামিলনাড়ুতে উৎসব। ৭০ বছর বয়সেও তিনি তরুণ। ছবিতে তাঁর ড্যাশিং স্টাইল এখনো তরুণদের কাছে আকর্ষণীয়। রজনীকান্তের এই তারুণ্য ধরে রাখার গোপন রহস্য কী?
বিনোদন ডেস্ক
ভারতে তাঁর পাঁড় ভক্তের দল আছে। যাদের কাছে তিনি ‘থালাইভা’ হিসেবে পরিচিত। তামিলে থালাইভা মানে নেতা
বিজ্ঞাপন
বয়সকে থোড়াই কেয়ার করেন রজনীকান্ত। তাঁর ক্যারিশমা যেন ফুরায় না। পর্দায় তাঁর অদ্ভুত সব অভিনয় স্টাইল এখনো সিনেমা হলে দর্শক টানতে টনিকের মতো কাজ করে
বিজ্ঞাপন
বিশ্বাস করুন আর না–ই করুন, রজনীকান্তের বয়স কিন্তু ৭০ বছর!রজনীকান্তের মেকআপ আর্টিস্ট সুন্দরমূর্তির মতে, কালো ত্বকে বার্ধক্য আসে দেরিতে। একটি সাক্ষাৎকারে তিনি এ কথা জানানক্যারিয়ারের শুরুর দিকে কাউকে তাঁর চুলে স্পর্শ করতে দিতেন না রজনীকান্ত। তিনি তখন চুল গজানোর প্রাকৃতিক পদ্ধতি ব্যবহার করতেনরজনীকান্ত কঠিনভাবে ডায়েট মেনে চলেন। তিনি শুধুই অর্গানিক খাবার খানতাঁর ত্বক ভালো থাকার আরেকটি ব্যাপার হলো, তিনি দিনভর পানি পান করেননিয়মিত ধ্যান করেন রজনীকান্ত। এটা আমরা সবাই জানি যে এতে অক্সিজেন লেভেল বাড়ে, যা ত্বককে পুনরুজ্জীবিত করে