নব্বইয়ের দশকে ‘গ্ল্যামার কুইন’ হিসেবে পরিচিত ছিলেন শিল্পা শেঠি। গত এক দশকে বড় পর্দায় সেভাবে দেখা না গেলেও রিয়েলিটি শোর কল্যাণে ছোট পর্দার জনপ্রিয় মুখ তিনি। এ ছাড়া বই লেখা, ইয়োগা প্রশিক্ষক, ইউটিউবার—নানা পরিচয়েই তাঁকে চেনানো যায়। বয়স ৪৭ পেরিয়েছে। তবে সুপারফিট এই নায়িকার শরীরে বয়স এখনো থাবা বসাতে পারেনি। অন্তর্জালে তাঁর অনুরাগীর সংখ্যাও কম নয়। আজ শুক্রবার মুক্তি পাচ্ছে শিল্পা অভিনীত নতুন ছবি নিকাম্মা। দীর্ঘ বিরতির পর এই ছবি দিয়েই বড় পর্দায় আসতে চলেছেন শিল্পা। ১৪ বছর বিরতির ২০২১ সালে শিল্পা অভিনয় করেন হাঙ্গামা ২ ছবিতে। সেটা অবশ্য প্রেক্ষাগৃহে নয়, মুক্তি পায় ওটিটি প্ল্যাটফর্মে।
অনেক দিন সিনেমা দুনিয়া থেকে দূরে থাকলেও সব সময় প্রচারের আলোয় থেকেছেন শিল্পা। নিজের ভক্ত-অনুসারীদের নিয়ে অত্যন্ত খুশি শিল্পা। সম্প্রতি নিকাম্মার প্রচারণার সময় এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এখনকার সময়েও আমার ভক্ত-অনুসারীর সংখ্যা কম নয়। এখনকার তরুণেরাও আমাকে পছন্দ করে। এটা অনেক বড় ব্যাপার। আজকের প্রজন্ম আমাকে চেনে ইয়োগা, ইউটিউব, সামাজিক যোগাযোগমাধ্যম আর টেলিভিশনের কল্যাণে। ইউটিউব চ্যানেল শুরু করার সময় এ নিয়ে অনেকে ঠাট্টা-তামাশা করেছিল। কিন্তু সেসবে কান না দিয়ে নিজের কাজ করে গিয়েছি। এভাবে ভক্তদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতে পেরেছি।’
দুই সন্তানের মা শিল্পা। বাচ্চাদের কারণেই সিনেমা দুনিয়া থেকে নিজেকে সরিয়ে রেখেছিলেন বলে জানান শিল্পা, ‘সন্তানদের কারণে অভিনয় থেকে বিরতি নিয়েছিলাম। অভিনয় আর সন্তানের মধ্যে আমি সন্তানদের দেখভাল করাকেই বেছে নিয়েছিলাম। এ নিয়ে কোনো অনুশোচনা নেই। দিনে ১২ ঘণ্টার বেশি কাজ করতে পছন্দ করি না। কারণ, আমি নিজের স্বাস্থ্যকে প্রাধান্য দিই। তাই টেলিভিশনের রিয়েলিটি শো করতে পছন্দ করি। কারণ, এখানে বেশি সময় দিতে হয় না। চেষ্টা করি যেকোনো পরিস্থিতিতে হাসিখুশি থাকতে।’
নিকাম্মা ছবিতে এক অন্য শিল্পাকে দেখা যাবে। ছবিতে নিজের চরিত্রের প্রসঙ্গে তিনি বলেছেন, ‘এখনকার নায়িকাদের জন্য অনেক ভালো ভালো চরিত্র লেখা হচ্ছে। এই ছবিতে আমি যা করেছি, তা আগে কখনো করিনি। সত্যি বলতে, আগে আমার গায়ে টাইপ কাস্টের তকমা পড়ে গিয়েছিল। পর্দায় আমাকে কেবল গ্ল্যামার গার্ল হিসেবে তুলে ধরা হতো।’
সাব্বির খান পরিচালিত কমেডি-অ্যাকশনধর্মী নিকাম্মা ছবিতে শিল্পা ছাড়াও আছেন অভিমন্যু দসসানি, সমীর সোনি, শার্লে শেঠিয়া।