বলিউডে আবারও বেজেছে বিয়ের সানাই। এবার পাত্রী গওহর খান। ছোট পর্দা, বড় পর্দা ও সামাজিক যোগাযোগমাধ্যম—সবখানে তাঁর সরব উপস্থিতি। তিনি সবচেয়ে বেশি পরিচিত ‘ঝাল্লা ওয়াল্লা’ গানে নাচের জন্য। বলিউডের বড় পর্দায় তাঁর পথচলা শুরু হয়েছিল ‘রকেট সিং: সেলসম্যান অব দ্য ইয়ার’ সিনেমার মধ্য দিয়ে। এরপর একে একে তিনি অভিনয় করেছেন ‘ওয়ানস আপন আ টাইম ইন মুম্বাই’, ‘ইশাকজাদে’, ‘বদরিনাথ কি দুলহানিয়া’, ‘বেগমজান’ ছবিতে। তিনি বিগ বসের সপ্তম আসরের বিজয়ী। ‘ঝালাক দিখ লা জা’র তৃতীয় আসরের প্রথম রানারআপ।
আর গতকাল ৩৭ বছর বয়সী সেই মডেল, অভিনেত্রী আর নৃত্যশিল্পী গওহর খানের বিয়ে হলো ২৫ বছর বয়সী জাইদ দরবারের সঙ্গে। পেশায় জাইদ কোরিওগ্রাফার, নৃত্যশিল্পী ও সোশ্যাল মিডিয়া সেলিব্রিটি। তবে বলিউডে তাঁর আরেক পরিচয় তিনি সংগীত পরিচালক ইসমাইল দরবারের ছেলে।
ইনস্টাগ্রামে বেশ কিছুদিন ধরেই গওহর খান আর জাইদ দরবার নিজেদের খুনসুটি আর নাচের ভিডিও ও ছবি দিয়ে জানান দিয়েছিলেন, প্রেম করছেন তাঁরা।
নভেম্বরে তাঁদের বাগদান হয়। আর বছরের শেষে ধুমধাম করে বিয়েটাও সেরে ফেললেন দুজন।
‘কবুল’ শব্দটি বলার আগে নিজের বিয়ের খবর এভাবেই গওহর ইনস্টাগ্রামে জানিয়েছেন, ‘আমাদের চলমান ভালোবাসার গল্প চিরস্থায়ী হতে যাচ্ছে। আমরা বিয়ে করতে চলেছি। জীবনের চলার পথে আমরা দুজনই আপনাদের অকুণ্ঠ ভালোবাসা আর সমর্থন পেয়েছি। আশা করছি জীবনের এই গুরুত্বপূর্ণ সময়ে তা আশীর্বাদরূপে ধরা দেবে।’
গওহর খানের বিশ্বাস, ২০২০ সাল জঘন্য একটা বছর হলেও প্রেম–ভালোবাসার জন্য বেশ ভালো।
সে কথাই জানান দিয়ে তাঁর ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, ‘২০২০ সালকে আপনি নিশ্চয়ই গালাগাল করবেন। তবে যত যা-ই বলুন না কেন, সম্পর্ক মজবুত করার জন্য, বিশেষ করে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে বছরটা খুবই সুবিধাজনক।
আমাদের ভালোবাসা বিশেষত্ব পেল। স্বাভাবিক সময়ে আমাদের কারও কাছেই একে অন্যকে দেওয়ার মতো এতটা সময় থাকে না। আমরা নিজেদেরকে, একে অপরকে বা নিজেদের সম্পর্ককে সময় নিয়ে বোঝার সময়ই পেতাম না। সময়টাকে মাথায় রেখে আমরা বড় আয়োজন করতে পারছি না। ছোট পরিসরে, আপনজনদের উপস্থিতিতে আমাদের চার হাত এক হতে চলেছে। আপনাদের আশীর্বাদ একান্ত কাম্য। ভালোবাসা জানবেন। গওহর ও জাইদ।’
ইতিমধ্যে গওহর আর জাইদের গায়েহলুদ আর বিয়ের ছবিগুলো ভাইরাল হয়ে ঘুরে বেড়াচ্ছে অন্তর্জালের দুনিয়ায়।