‘হ্যালো শাহরুখ খান, আপনার সিনেমাটা দেখে খুব ভালো লেগেছে। আমার পরিবারও সিনেমাটা পছন্দ করেছে।’ এক ভিডিও বার্তায় বলেছেন নোবেল শান্তি পুরস্কারজয়ী মালালা ইউসুফজাই। শাহরুখ খানের ‘জিরো’ ছবি দেখে মুগ্ধ তিনি। গত শুক্রবার ইংল্যান্ডের বার্মিংহামে বাবা-মাকে সঙ্গে নিয়ে তিনি ছবিটি দেখেছেন।
প্রেক্ষাগৃহ থেকে বেরিয়ে সেই ভিডিও বার্তায় নিজের মুগ্ধতার কথা জানিয়ে মালালা আরও বলেছেন, ‘আমি আপনার বড় ভক্ত। আপনার সঙ্গে টুইটারে কথা বলে খুব ভালো লেগেছে। আশা করছি,একদিন আপনি যুক্তরাজ্য অথবা অক্সফোর্ড ইউনিভার্সিটিতে আসবেন, সেদিন আপনার সঙ্গে দেখা হবে আর সেটা হবে আমার জন্য বড়দিন। আপনি অ্যামেজিং, সুপারস্টার, অসাম—সবাই এ কথা বলে। আমিও একই কথা বলছি।’ সেই ভিডিওতে ছবির পোস্টারের সামনে দাঁড়িয়ে মালালা ইউসুফজাইকে কথা বলতে দেখে গেছে।
মালালা ইউসুফজাই এর আগেও শাহরুখ খানের সঙ্গে দেখা করার জন্য ইচ্ছা প্রকাশ করেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে লেকচার দেওয়ার জন্য এবার তিনি বলিউডের এই সুপারস্টারকে আমন্ত্রণও জানিয়েছেন। এদিকে ২০১৬ সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক শিক্ষার্থীদের উদ্দেশে বক্তৃতা দেওয়ার আমন্ত্রণ পেয়েছিলেন শাহরুখ খান। তবে সে সময় যেতে পারেননি তিনি। ভারতীয় এক সংবাদপত্রকে শাহরুখ জানিয়েছিলেন, অন্যকে দিয়ে বক্তৃতা লিখিয়ে নেন না তিনি। নিজের বক্তৃতা লিখতে সময় লাগে তাঁর। সে জন্যই সেবার অক্সফোর্ডে যাওয়া হয়নি।
উত্তর-পশ্চিম পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের সোয়াত উপত্যকা অঞ্চলে শিক্ষা এবং নারী অধিকারের আন্দোলনের জন্য পরিচিত মালালা ইউসুফজাই। এই এলাকায় স্থানীয় তালেবান মেয়েদের স্কুলে পড়াশোনার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। ২০০৯ সালে মালালা বিবিসির জন্য একটি ব্লগ লেখেন। সেখানে তিনি তালেবান শাসনের অধীনে তাঁর জীবন আর সোয়াত উপত্যকায় মেয়েদের শিক্ষার ব্যাপারে তাঁর মতামত ব্যক্ত করেন। পরের বছর গ্রীষ্মকালে সাংবাদিক অ্যাডাম বি এলিক তাঁর জীবন নিয়ে নিউইয়র্ক টাইমসের জন্য একটি তথ্যচিত্র নির্মাণ করেন। এরপর মালালা সংবাদমাধ্যম ও টেলিভিশনে সাক্ষাৎকার দেন। ২০১২ সালের ৯ অক্টোবর একজন বন্দুকধারী তাঁকে চিহ্নিত করে তিনটি গুলি করে। গুলিবিদ্ধ হয়ে কয়েক দিন তিনি অচেতন ছিলেন এবং তাঁর অবস্থা আশঙ্কাজনক ছিল। ধীরে ধীরে অবস্থার উন্নতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ইংল্যান্ডের বার্মিংহাম শহরের কুইন এলিজাবেথ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখানে তিনি সুস্থ হয়ে ওঠেন। তিনি এখনো সেখানেই আছেন।
আনন্দ এল রাই পরিচালিত ‘জিরো’ ছবির বাজেট ২০০ কোটি রুপি। কিন্তু মুক্তি পাওয়ার পর দুই দিনে ছবিটি আয় করেছে মাত্র ২০ দশমিক ১৪ কোটি রুপি। সমালোচকদের মতে, নামের প্রভাব পড়েছে ছবির ব্যবসায়। ছবির কাজ শেষ হওয়া পর শোনা গেছে, ‘জিরো’ শাহরুখ খানের অভিনয়জীবনের অন্যতম সেরা ছবি। কিন্তু প্রেক্ষাগৃহে গিয়ে হতাশ হয়েছেন দর্শক। ছবিতে এক বামনের চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ খান আর মাদকাসক্ত অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও আনুশকা শর্মা একজন বিজ্ঞানী। এই বিজ্ঞানীর জীবন আটকে আছে হুইলচেয়ারে। যাঁরা ছবিটি দেখেছেন, তাঁদের বেশির ভাগই সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি নিয়ে নানা নেতিবাচক মন্তব্য লিখেছেন। ছবিটি নাকি এখনো পর্যন্ত বড়সংখ্যক দর্শকের মনে তেমন দাগ কাটতে পারেনি।