হাল ছাড়েননি নিকিতা

নিকিতা দত্ত
 নিকিতা দত্ত

পড়াশোনার পাট চুকিয়ে গ্ল্যামার দুনিয়ায় পা রেখেছিলেন নিকিতা দত্ত। শুরুতেই একটুর জন্য ফসকে যায় ভারত সুন্দরীর শিরোপা। এই বিটাউন অভিনেত্রীকে তখন চরম হতাশা গ্রাস করে। শুরুর সেই কঠিন সময়ের কথা আজও ভোলেননি তিনি।
নিকিতা এক সাক্ষাৎকারে অতীতের সেই দিনগুলোয় ডুব দিয়ে বলেন, ‘২০১২ সালের কথা। ফেমিনা মিস ইন্ডিয়ার চূড়ান্ত পর্বে পৌঁছে গিয়েছিলাম। জয়ের অনেক কাছে এসে আত্মবিশ্বাসী হয়ে উঠি। কিন্তু একটুর জন্য মিস ইন্ডিয়ার মুকুট আমার মাথায় ওঠেনি। আর তখন তলানিতে এসে ঠেকে আমার আত্মবিশ্বাস। মনে হয়েছিল, জীবন এখানেই শেষ। গ্ল্যামার দুনিয়ায় আসাটা আমার ভুল সিদ্ধান্ত হয়েছে। আবার আমার পড়াশোনা করা উচিত।’

নিকিতা দত্ত

এ প্রসঙ্গে এই বলিউড রূপসী আরও বলেন, ‘আসলে তখন আমি কোনো দিশা পাচ্ছিলাম না। এক অদ্ভুত অবসাদ আমাকে ঘিরে ধরেছিল। ওই কঠিন সময়েই আমি অন্তর থেকে যেন এক ডাক পাই। কেউ যেন আমাকে বলে, এখন আফসোস করার সময় নয়, জীবনে এগিয়ে যেতে হবে। আমার মনে হয়েছিল, আমাকে আরও একবার চেষ্টা করতে হবে। আবার তাই সব শক্তি সঞ্চয় করে ঝাঁপিয়ে পড়ি।’ নিকিতা আরও বলেন, ‘এবার আমার পরিশ্রমের সঙ্গে আমার ভাগ্যও সঙ্গে ছিল। ধীরে ধীরে আমি কাজ পেতে শুরু করি। ছোট পর্দায় তো প্রচুর জনপ্রিয়তা পেয়েছি। এমনকি ছায়াছবিতে সবাই আমার কাজ পছন্দ করছে।’

নিকিতা দত্ত

বড় পর্দা দিয়েই নিজের অভিনয় ক্যারিয়ার শুরু করেছিলেন নিকিতা। তবে আজ তাঁর যে পরিচিতি, তার কারণ ছোট পর্দা। টেলিভিশন দুনিয়ার অত্যন্ত জনপ্রিয় মুখ নিকিতা দত্ত। আর এখন চলচ্চিত্রজগতেও ধীরে ধীরে পরিচিতি পাচ্ছেন এই নায়িকা। বিশেষ করে ‘কবির সিং’ আর ‘গোল্ড’-এর মতো ছবিতে সবার নজর কেড়েছেন নিকিতা।

ইমরান হাশমির সঙ্গে জুটি বেঁধে এসেছিলেন আমাজন প্রাইম ভিডিওর ভৌতিক ছবি ‘ডিবুক’-এ। নিজের এই ফিল্মি ভ্রমণে বেশ খুশি নিকিতা, ‘বাকি অভিনয়শিল্পীদের মতো আমিও চাই ছবিতে বেশি করে কাজ করতে। তবে মাধ্যম নিয়ে সে রকম কোনো বাছবিচার আমার নেই। ছোট পর্দা বা ওটিটিতে ভালো সুযোগ পেলে নিশ্চয় করব। আমি ভালো কাজের সন্ধানে আছি।’

নিকিতা দত্ত

নিকিতাকে আগামী দিনে ‘রকেট গ্যাং’ ছবিতে দেখা যাবে। এই মিউজিক্যাল ছবিতে তাঁর বিপরীতে আছেন আদিত্য শীল।