ভারতের ক্রিকেট তারকা হার্দিক পান্ডিয়া ইনস্টাগ্রামে গত বুধবার একটি ছবি পোস্ট করেছেন। সেই ছবিতে তাঁর সঙ্গে যে মেয়েকে দেখা গেছে, তিনি নাতাশা স্তানকোভিচ। সার্বিয়ার মডেল, নৃত্যশিল্পী ও অভিনয়শিল্পী। ‘ডিজে ওয়ালে বাবু’ (২০১৫) মিউজিক ভিডিওতে অভিনয় করে তিনি দারুণ জনপ্রিয় হন। রেপার বাদশা আর আস্থা গিলের গাওয়া গান নিয়ে এই ভিডিও ইউটিউবে এখন পর্যন্ত দেখা হয়েছে প্রায় ২৬ কোটিবার। বলিউডের ছবিতে তিনি প্রথম অভিনয় করেছেন প্রকাশ ঝার ‘সত্যাগ্রহ’ ছবিতে। এরপর ১৩টি ছবিতে অভিনয় করেছেন। বেশির ভাগ ছবিতেই তিনি আইটেম গানের শিল্পী। মালাইকা অরোরা আর নোরা ফতেহির পর অল্প দিনেই তিনি আইটেম গানের শিল্পী হিসেবে বলিউডে নিজের মজবুত জায়গা করে নিয়েছেন।
অনেক দিন থেকেই গুঞ্জন শোনা যাচ্ছে, ভারতের জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া বলিউডের কারও সঙ্গে প্রেম করছেন। কিন্তু গত বুধবার ইনস্টাগ্রামের মাধ্যমে হার্দিক পান্ডিয়া জানালেন, নাতাশা স্তানকোভিচের সঙ্গে নতুন বছরের প্রথম দিন তিনি বাগদান সেরে ফেলেছেন।
দুবাইয়ে স্পিডবোটে তোলা একটি ছবিতে দেখা গেছে, নাতাশা স্তানকোভিচের সামনে হাঁটু গেড়ে বসে বিয়ের প্রস্তাব দিচ্ছেন হার্দিক পান্ডিয়া। আর তাঁর হাত ধরে রেখেছেন নাতাশা স্তানকোভিচ। একই সঙ্গে সেই স্পিডবোটে তোলা তাঁদের ঘনিষ্ঠ কিছু ছবিও দেওয়া হয়েছে ইনস্টাগ্রামে। গালফ নিউজ জানিয়েছে, এখন তাঁরা দুবাইয়ে একান্তে সময় কাটাচ্ছেন, বাগদান উদ্যাপন করছেন।
নাতাশা স্তানকোভিচের অনামিকায় আংটি পরিয়ে দেন হার্দিক পান্ডিয়া। বাগদানের পর ইনস্টাগ্রামে পোস্ট করা একটি ছবির ক্যাপশানে হার্দিক পান্ডিয়া লিখেছেন, ‘আমি তোমার, তুমি আমার, আজ জানুক সবাই।’ এর আগে নাতাশা স্তানকোভিচের সঙ্গে আরেকটি ছবি দিয়ে হার্দিক পান্ডিয়া লিখেছেন, ‘আমার জীবনের রং মশালের সঙ্গে নতুন বছর শুরু করছি।’
এদিকে ভারতের জাতীয় ক্রিকেট দলের অনেকেই হার্দিক পান্ডিয়া ও নাতাশা স্তানকোভিচেকে শুভেচ্ছা জানিয়েছেন। সংবাদমাধ্যমগুলোর দেওয়া তথ্য অনুযায়ী মনসুর আলী খান পতৌদি-শর্মিলা ঠাকুর, আজহার-সংগীতা বিজলানি, হরভাজন সিং-গীতা, যুবরাজ সিং-হ্যাজেল, জহির খান-সাগরিকা, বিরাট কোহলি-আনুশকা শর্মার পর শিগগিরই আরও একটি জুটি পেতে যাচ্ছে ভারতের ক্রিকেট।
নাতাশা স্তানকোভিচের জন্ম ১৯৮৯ সালের ৪ মার্চ, সার্বিয়ার পোজারেভাক শহরে। বেলগ্রেড শহরের ব্যালে হাইস্কুলে তিনি পড়াশোনা করেছেন। এরপর অভিনয়ে ক্যারিয়ার গড়ার দিকে মন দেন। অভিনয়ের পাশাপাশি শিখেছেন নাচ ও গান। ২০১২ সালে তিনি ভারতে যান। সেখানে তাঁর শুরুটা মডেলিং দিয়ে। বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানের পণ্যের বিজ্ঞাপনে মডেল হয়েছেন তিনি।
শাহরুখ খান, ক্যাটরিনা কাইফ, আনুশকা শর্মা অভিনীত ‘জিরো’ (২০১৮) ছবি ততটা ব্যবসাসফল না হলেও সেখানে নাতাশা স্তানকোভিচের অভিনয় প্রশংসিত হয়। অভিনয় করেছেন দক্ষিণের ছবিতেও।
গত বছর বিভিন্ন অনুষ্ঠানে হার্দিক পান্ডিয়ার সঙ্গে দেখা গেছে নাতাশা স্তানকোভিচকে। সেসব অনুষ্ঠানে তাঁরা একসঙ্গে ছবি তুলেছেন। গত বছর ১১ অক্টোবর হার্দিক পান্ডিয়ার জন্মদিনে ইনস্টাগ্রামে নাতাশা স্তানকোভিচ লিখেছেন, ‘তুমি সেরা বন্ধু, সুন্দর সঙ্গী। অনেক উত্থান-পতনের মধ্যে দিয়ে তোমাকে যেতে হচ্ছে। এ বছর খুব ভালো কিছু মুহূর্ত যেমন এসেছে, তেমনি এমন কিছুর মুখোমুখি তোমাকে হতে হয়েছে, যা মেটেও কাঙ্ক্ষিত ছিল না। কিন্তু সেই অভিজ্ঞতাগুলোর প্রয়োজন ছিল। কারণ তা তোমাকে আরও শক্তিশালী করেছে। তোমাকে নিয়ে আমি গর্বিত। তোমার পাশে আছি।’
নাতাশা স্তানকোভিচের আগে আরও কয়েকবার বিভিন্ন নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন হার্দিক পান্ডিয়া। তাঁদের মধ্যে ঘনিষ্ঠ হয়েছিলেন মডেল লিসা শর্মা ও অভিনয়শিল্পী এলি আব্রামের সঙ্গে। ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে মেয়েদের নিয়ে অশ্লীল মন্তব্য করে পান্ডিয়া সমালোচিত হন এবং এর জন্য তাঁকে শাস্তি ভোগ করতে হয়।