বলিউড তারকা দীপিকা পাড়ুকোন আর তাঁর স্বামী রণবীর সিংয়ের ওপর প্রতিদিন প্রতিটি সেকেন্ডে চোখ রাখছে পাপারাজ্জিরা। সঞ্জয় লীলা বানসালির সেই ‘গলিয়োঁ কি রাসলীলা রাম-লীলা’ ছবি থেকেই এমনটা চলছে। তখন থেকেই দীপ–বীরকে বলিউডের সেরা জুটি মনে করছেন অনেকে। এই জুটিকে নিয়ে ভক্তদের উত্তেজনা চরমে পৌঁছায় গত বছর। তখন ইতালির লেক কোমোতে বিয়েটা সেরে ফেলেন তাঁরা। ইতালি থেকে ফিরে মুম্বাই আর বেঙ্গালুরুতে পার্টি এবং বিবাহোত্তর সংবর্ধনার সময়ও তাঁদের ঘিরে ব্যস্ত ছিল পুরো বলিউড।
এখন ভক্তরা তাঁদের নতুন খবরের জন্য অপেক্ষা করছে। যেখানেই এই জুটিকে দেখছেন বা তাঁদের যেকোনো একজন পাচ্ছেন, জিজ্ঞেস করছেন নতুন অতিথির খবর।
সম্প্রতি ‘ফেমিনা বিউটি অ্যাওয়ার্ডস ২০১৮’ আয়োজনে দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং জিতেছেন ‘বিউটিফুল কাপল অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড’। তখন কালো গাউনের দীপিকাকে দেখা মনে হয়েছে, মা হতে চলেছেন তিনি। এরপর এক অনলাইন নিউজ পোর্টালকে দেওয়া সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলেছেন দীপিকা। বলিউডের এই ‘মোস্ট ওয়ান্টেড’ তারকা বললেন, ‘একজন নারী কবে মা হবেন, তাঁকে এই প্রশ্নে জর্জরিত করা অন্যায়।’ তিনি আরও বলেন, ‘যখন মা হওয়ার সময় হবে, তখনই তিনি মা হবেন। কিন্তু মানুষকে তাঁদের মানসিকতা বদলাতে হবে। ক্রমাগত এই প্রশ্ন করা থামাতে হবে।’
এর আগেও সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে বিরক্ত দীপিকা ‘পরের প্রশ্ন’ করতে বলেছেন। ‘কবে মা হবেন’—এ প্রশ্নের উত্তরে বলেছেন, ‘যখন আপনারা এই গুজব ছড়ানো আর কুৎসা রটানো বন্ধ করবেন, তখন।’ এখানেই থেমে যাননি; আরও বললেন, ‘একটা মেয়ে বিয়ে করলেই তাঁকে কেন বারবার এমন প্রশ্নের মুখোমুখি হতে হবে? তাকে কেন বিব্রত হতে হবে? তার নিজের কোনো পরিকল্পনা থাকতেই পারে। আর এগুলো একান্তই আমাদের ব্যক্তিগত ব্যাপার। প্লিজ, বোকা বোকা প্রশ্ন করবেন না।’
এর আগে মুম্বাইয়ে এমন প্রশ্নের মুখে পড়তে হয়েছে বলিউডের আরেক তারকা প্রিয়াঙ্কা চোপড়াকে। এক ফ্যাশন শোতে তোলা তাঁর কিছু ছবি দেখে হইচই ফেলে দেন ভক্ত-অনুসারী আর সংবাদমাধ্যমগুলো। ওই ছবিগুলোয় প্রিয়াঙ্কাকে দেখে তাঁরা ধরেই নিয়েছেন, প্রিয়াঙ্কা সন্তানসম্ভবা। কিন্তু প্রিয়াঙ্কার মা বলছেন, সবাই ভুল বুঝছে, আর এ ভুলের জন্য দায়ী ক্যামেরার বাজে অ্যাঙ্গেল।
আপাতত তাই দীপিকা হাতজোড় করে মিডিয়াকে এসব ভিত্তিহীন গুজব বন্ধ করে একটু শান্তিতে থাকতে চেয়েছেন।
দীপিকা এখন মেঘনা গুলজার পরিচালিত ‘ছপাক’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত। ছবির গল্প অ্যাসিড–সন্ত্রাসের শিকার লক্ষ্মী আগারওয়ালের জীবনী নিয়ে। শুটিংয়ের প্রথম দিনেই ইনস্টাগ্রামে অ্যাসিড–আক্রান্ত হাসিমুখের ছবি দিয়ে দীপিকা লিখেছেন, ‘এটা এমন একটা চরিত্র, যা সারা জীবন তাঁর সঙ্গে থাকবে।’