ভিন গ্রহ থেকে এসেছে একদল অ্যালিয়েন। তারা পৃথিবীর সুপারহিরোদের অপহরণ করে। এই সুপারহিরোদের উদ্ধার করার জন্য একজোট হয় তাদের সন্তানেরা। তাদের হাতেই এখন পৃথিবী আর সুপার হিরোদের ভবিষ্যৎ। তারা কি পারবে রক্ষা করতে? এমনি ভাবনা নিয়ে সুপারহিরো ছবি তৈরি করছে নেটফ্লিক্স। নাম ‘উই ক্যান বি হিরোজ’। পরিচালক রবার্ট রড্রিগেজ। ছবির চিত্রনাট্যও তিনিই লিখেছেন। প্রযোজকও তিনি। জানা গেছে, এই ছবিতে অভিনয় করবেন হলিউড ও বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া।
এদিকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একদল শিশু আর পরিচালক রবার্ট রড্রিগেজের সঙ্গে তোলা একটি ছবি টুইটারে শেয়ার করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। ছবিটি ‘উই ক্যান বি হিরোজ’ চলচ্চিত্রের সেট থেকে তোলা। সায়েন্স ফিকশন ধাঁচের এই চলচ্চিত্রে প্রিয়াঙ্কা চোপড়ার লুক কেমন হবে, তা টুইটারে শেয়ার করা ছবি দেখে জানা হয়ে গেছে।
সুপারহিরো ছবির ব্যাপারে নাকি অনেক আগে থেকেই বেশ আগ্রহ ছিল প্রিয়াঙ্কা চোপড়ার। এ ধরনের ছবিতে অভিনয় করতে চেয়েছেন তিনি। খবরটি তাঁর বন্ধু আর কাছের মানুষজনই জানিয়েছেন সংবাদমাধ্যমকে। নেটফ্লিক্সের ‘উই ক্যান বি হিরোজ’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে প্রিয়াঙ্কা চোপড়ার সেই স্বপ্ন পূরণ হচ্ছে।
রবার্ট রড্রিগেজ এর আগে ‘স্পাই কিডস’ আর ‘অ্যালিটা: ব্যাটেল অ্যাঞ্জেল’ ছবি দুটি তৈরি করে প্রশংসিত হন। ‘স্পাই কিডস’ ছবিটি মুক্তি পায় ২০০১ সালের ৩০ মার্চ। এই ছবি তৈরি করতে খরচ হয়েছে সাড়ে ৩ কোটি ডলার। ছবিটি আয় করেছে প্রায় ১৫ কোটি ডলার। ‘অ্যালিটা: ব্যাটেল অ্যাঞ্জেল’ ছবিটি মুক্তি পেয়েছে এ বছর ১৪ ফেব্রুয়ারি। ১৭ কোটি ডলার বাজেটের ছবিটি আয় করেছে ৪০ কোটি ডলার।
‘উই ক্যান বি হিরোজ’ ছবির অন্য অভিনয়শিল্পীরা হলেন ক্রিশ্চিয়ান স্লটার, ইয়া গোসেলিন, আকিরা আকবর, অ্যান্ড্রু ডায়াজ, অ্যান্ডি ওয়াকেন, বয়েড হলব্রুক, হালা ফিনলে, ইসাইয়া রাসেল-বেইলি, ক্রিস্টোফার ম্যাকডোনাল্ডসহ আরও অনেকে।