প্রতিমুহূর্তে ইরফান খানের অভাব গভীরভাবে অনুভব করেন ছেলে বাবিল। কারণে–অকারণে, সময়–অসময়ে বাবাকে ঘিরে তাঁর নানান মুহূর্ত, নানান স্মৃতি সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেন বাবিল। পাশাপাশি বাবার দেখানো পথ ধীরে ধীরে অনুসরণ করছেন ইরফান পুত্র। ইরফান খান অভিনীত ‘পিকু’খ্যাত পরিচালক সুজিত সরকারের আগামী ছবিতে কাজ করতে চলেছেন বাবিল।
সুজিত সরকারের আগামী এই ছবি প্রযোজনা করবেন প্রযোজক রনি লাহিড়ী। ইনস্টাগ্রামে বাবিল আর সুজিতের সঙ্গে তাঁর একটি ছবি শেয়ার করে নামকরা এই প্রযোজক লিখেছেন, ‘আপনার ঐতিহ্যকে আরও এগিয়ে নিয়ে যাওয়াতে অত্যন্ত সম্মান বোধ করছি, ইরফান স্যার। আপনার মতো কিংবদন্তির সঙ্গে কাজ করেছি। আর এখন বাবিলের সঙ্গে। এটা ঈশ্বরের ইচ্ছা ছাড়া আরকি?’ রনি জানিয়েছেন, মাসখানেকের মধ্যে এই ছবির কথা ঘোষণা করবেন তিনি।
‘পিকু’ ছবিটিও প্রযোজনা করেছিলেন রনি লাহিড়ী। ২০১৫ সালে মুক্তি পাওয়া সুজিত সরকারের এই ছবিতে ইরফান খানের সঙ্গে পর্দা ভাগাভাগি করেছিলেন অমিতাভ বচ্চন আর দীপিকা পাড়ুকোন। এই ছবি বক্স অফিসের পাশাপাশি সমালোচকদের মন জয় করে।
‘কোয়ালা’ ছবির মাধ্যমে বলিউডে বাবিলের অভিষেক হতে চলেছে। নেটফ্লিক্সের এই ছবি প্রযোজনা করছেন আনুশকা শর্মা। ‘কোয়ালা’ ছবিতে বাবিলের বিপরীতে আছেন বলিউড নায়িকা তৃপ্তি ডিমরি।