দীর্ঘ পাঁচ দশকের সঙ্গী দিলীপ কুমারকে হারানোর পর বেশ ভেঙে পড়েছেন স্ত্রী সায়রা বানু। আর এ থেকেই তাঁর শরীরে দেখা দিয়েছে নানা জটিলতা। কয়েক দিন ধরে মুম্বাইয়ের খারের হিন্দুজা হাসপাতালে চিকিৎসাধীন বলিউডের সাবেক অভিনেত্রী সায়রা বানু। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর লেফট ভেন্টিকুলার ফেইলিউর হয়েছিল। আর এ জন্য সায়রা বানুর এনজিওগ্রাম করা হবে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
দীর্ঘ সময়ের সঙ্গী দিলীপ কুমারের প্রয়াণের পর থেকে মানসিক অবসাদে ভুগছেন স্ত্রী সায়রা বানু। সাবেক এই অভিনেত্রীর চিকিৎসার দায়িত্বে আছেন নিতীন গোখলে। তিনি জানিয়েছেন, সায়রা বানুর শ্বাসজনিত সমস্যা হচ্ছিল। আর তাঁর শরীরে শর্করার পরিমাণও বেশি মাত্রায় বৃদ্ধি পেয়েছে। শরীরে অক্সিজেনের মাত্রাও নেমে গিয়েছিল।
নিতীন গোখলে আরও জানিয়েছেন, আপাতত সায়রা বানুর শারীরিক অবস্থা স্থিতিশীল। শিগগিরই আইসিইউ থেকে বাইরে আনা হবে। এখন সায়রা বানুর ডায়াবেটিস নিয়ন্ত্রণের দিকেই বেশি জোর দেওয়া হচ্ছে। তবে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, এখনই সায়রা বানুর এনজিওগ্রাম করানোর সিদ্ধান্ত তারা নিচ্ছে না। দু-এক দিনের মধ্যেই তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হতে পারে। আর সে ক্ষেত্রে এনজিওগ্রামের জন্য আবার সায়রা বানুকে হাসপাতালে ভর্তি করানো হতে পারে।
গত ৭ জুলাই বার্ধক্যজনিত রোগে মারা যান দিলীপ কুমার। মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত দিলীপ কুমারকে আগলে রেখেছিলেন স্ত্রী সায়রা বানু। তিনি ছিলেন তাঁর দিলীপ সাহেবের ছায়াসঙ্গী। তাই স্বামীর মৃত্যু কিছুতেই মেনে নিতে পারেননি সায়রা। গভীর মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। বাইরের কারও সঙ্গে দেখাসাক্ষাৎ করতেন না সায়রা। কথাবার্তাও কম বলতেন।