গতকাল রোববার বলিউড সুপারস্টার সালমান খানকে সাপে কামড়ানোর খবর প্রকাশ পায়। মুম্বাইয়ের বাইরে তাঁর পানভেলের খামারবাড়িতে এ ঘটনা ঘটে। এর পর থেকে তাঁকে নিয়ে উৎকণ্ঠায় তাঁর ভক্তরা। তবে এখন পুরোপুরি সুস্থ বলিউডের জনপ্রিয় এ নায়ক। কীভাবে সাপে কামড়াল, সেই তিক্ত অভিজ্ঞতার কথা নিজেই জানান সালমান।
ভারতীয় এক সংবাদ সংস্থাকে সালমান বলেন, ‘একটা সাপ আমার খামারবাড়ির ভেতরে চলে আসে। আমি লাঠি নিয়ে সাপটিকে বাইরে বের করে দেওয়ার চেষ্টা করি। কিন্তু একপর্যায়ে সাপটি আমার হাতের কাছাকাছি পৌঁছে যায়। তখন আমি সাপটি ধরে ফেলি। তখন ওই সাপ আমার হাতে তিনবার ছোবল মারে। এটা কম বিষধর সাপ ছিল। আর আমি এখন সুস্থ আছি।’
হাসপাতালের বেডে শুয়ে সালমানের একটি ছবি প্রকাশ্যে এসেছিল, যা দেখে তাঁর ভক্তরা রীতিমতো ভয় পেয়ে গিয়েছিলেন।
সালমান জানান, পরে তিনি এই সাপের সঙ্গে সেলফি নিয়েছেন। তবে এই বলিউড তারকার মা-বাবা ও ভাইবোন রীতিমতো ভয় পেয়ে গিয়েছিলেন। সালমানের মতে সাপটি মানুষের হইহট্টগোল শুনে ভয় পেয়ে কামড়ে দিয়েছিল। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে তিনি এখন তাঁর পানভেলের খামারবাড়িতে ফিরে গেছেন।
সেখানে সালমান তাঁর জন্মদিন উদ্যাপন করবেন। পানভেলের এই খামারবাড়িতে এরই জোর প্রস্তুতি চলছে। আজ সোমবার এই বলিউড সুপারস্টার ৫৬ বছরে পা দিচ্ছেন। সালমানের জন্মদিনে শামিল হতে তারকারা ইতিমধ্যে তাঁর খামারবাড়িতে এসে পৌঁছেছেন। গতকাল রাতে ববি দেওল, বতসল শেঠ, রজত শর্মা প্রমুখ পানভেলের খামারবাড়িতে পৌঁছে গেছেন।
এদিকে সালমানকে সাপে কামড়ানোর পর তাঁর বাবা সেলিম খান ভারতের শীর্ষস্থানীয় এক দৈনিককে বলেন, ‘সালমানকে যখন নিকটবর্তী হাসপাতালে ইনজেকশন দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়েছিল, তখন আমরা সবাই অত্যন্ত উদ্বিগ্ন ছিলাম। তবে সাপটি কম বিষধর ছিল শুনে স্বস্তির নিশ্বাস ফেলেছিলাম। এখন ও পুরোপুরি সুস্থ। চিন্তা করার কিছু নেই। তবে ভয় তো পেয়েছিলাম।’