বলিউডে ক্যারিয়ার গড়ার ব্যর্থতা নিয়েও ‘আবেদনময়ী’ হিসেবে ভারতে নামডাক আছে তাঁর
বলিউডে ক্যারিয়ার গড়ার ব্যর্থতা নিয়েও ‘আবেদনময়ী’ হিসেবে ভারতে নামডাক আছে তাঁর

সমুদ্রের পাড়ে আবেদনময়ী নেহার নতুন ছবি ভাইরাল

২০১০ সালে ইমরান হাশমিকে সঙ্গী করে ‘ক্রুক’ সিনেমা দিয়ে বলিউডে খাতা খুলেছিলেন নেহা শর্মা। তবে এক দশকের বেশি সময় পেরিয়ে গেলেও ক্যারিয়ারটা যেন ধরেও অধরা হয়ে গেল। সর্বশেষ দেখা দিয়েছেন অজয় দেবগন ও কাজল অভিনীত ‘তানহাজি’ ছবিতে। বলিউডে ক্যারিয়ার গড়ার ব্যর্থতা নিয়েও ‘আবেদনময়ী’ হিসেবে ভারতে নামডাক আছে তাঁর। তাই কাজ কম হলেও তাঁকে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় দেখা যায়। নিত্যনতুন ছবি পোস্ট করেন। গত সপ্তাহে বেশ কিছু ছবি পোস্ট করেছেন। বেশ কিছু ছবি সাড়া ফেলেছে। সেখানে বেশির ভাগ ছবিই সমুদ্রের পাড়ে তোলা। স্বল্প বসনে সেসব ছবি নিয়ে তুমুল ভাইরালও হয়। অনেকে এমনও প্রশ্ন করেছেন, নেহার কি তবে শীত লাগে না?
প্রস্তুতি নিয়েই বলিউডে পা রেখেছিলেন নেহা। পড়াশোনা করেছেন দিল্লির ন্যাশনাল ইনস্টিটিউট অব ফ্যাশন টেকনোলজি থেকে।ছবি: ইনস্টাগ্রাম
তারপর সুদূর ইংল্যান্ডের লন্ডনের পাইনঅ্যাপল ড্যান্স স্টুডিও থেকে শিখেছেন হিপহপ, সালসা আর জ্যাজ। ভারতীয় কথাকলির ওপর আগেই নিয়েছিলেন দীর্ঘদিনের প্রশিক্ষণ
বলিউডে ক্যারিয়ার গড়ার ব্যর্থতা নিয়েও ‘আবেদনময়ী’ হিসেবে ভারতে নামডাক আছে তাঁর। ‘হটেস্ট ফিমেল ডেব্যু’ হিসেবে সে বছর সবার ওপরে ছিলেন তিনি। ফেমিনা মিস ইন্ডিয়া ‘সেক্সিয়েস্ট উইম্যান ইন দ্য ওয়ার্ল্ড’-এর তালিকায় তিনি ছিলেন ৭ নম্বরে
তবু বলিউডের রাস্তায় হাঁটতে এসে হোঁচট খেয়ে পড়েছেন যাঁরা, তাঁদের কাতারেই পড়ে গেছেন নেহা
টাইমস অব ইন্ডিয়ার জরিপে ভারতের সবচেয়ে ‘কাঙ্ক্ষিত’ নারীর খাতায় নাম তুলেছেন বেশ কয়েকবার। সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব এই অভিনেত্রী। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নিত্যনতুন ছবি শেয়ার করতে পছন্দ করেন এই অভিনেত্রী। একের পর এক নিজের ছবি দিয়ে আলোচনায় থাকেন তিনি
গত সপ্তাহে বেশ কিছু ছবি সাড়া ফেলেছে। সেখানে বেশির ভাগ ছবিই সমুদ্রের পাড়ে তোলা। তুমুল ভাইরালও হয় সেসব ছবি
২০০৭ সালে পুরী জগন্নাথ পরিচালিত তেলেগু ভাষার অ্যাকশন চলচ্চিত্র ‘চিরুথা’ দিয়ে নেহার অভিনয়জীবন শুরু হয়েছিল
নেহার এই ছবি সাম্প্রতিক নয়। এটা তিনি থ্রো ব্যাক ছবি হিসেবেই হ্যান্ডেলে পোস্ট করেছেন। নিজের ছবির ক্যাপশনে তিনি হ্যাশ ট্যাগ দিয়ে লিখেছেন, গত বছরের হাওয়াইতে ছুটি কাটানোর ছবি পোস্ট করেছেন
নেহা শর্মা নিজের ক্যাপশনে বলেছেন তাঁর এই দুরন্ত ছবিগুলো ক্লিক করেছেন তাঁর অভিনেত্রী বোন ঋতিকা শর্মা
শিগগিরই একটি ওয়েব সিরিজ ও আরেকটি পাঞ্জাবি ছবিতে দেখা যাবে তাঁকে