গতকাল শনিবার শ্রদ্ধা কাপুরের নতুন সিনেমার প্রথম ঝলক (ফার্স্ট লুক) প্রকাশ পেল। ভারতের ব্যাডমিন্টন খেলোয়াড় সাইনা নেহওয়ালের জীবনীভিত্তিক সিনেমা এটি। প্রথম ঝলকেই পুরোদস্তুর খেলোয়াড় হিসেবেই হাজির ‘আশিকি টু’ চলচ্চিত্রের এই অভিনয়শিল্পী। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছবিটি পোস্ট করে হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন ‘সাইনা’।
ছবিতে লাল, সাদা ও নীল রঙের পোশাকে ক্ষিপ্র ভঙ্গি তাঁর। এক হাতে ব্যাডমিন্টন র্যা কেট, অন্য হাত মুষ্টিবদ্ধ। দেখে মনে হয়, অভিনয়শিল্পী নয়, একেবারেই পাকা খেলোয়াড় যেন। প্রথম ঝলকের শরীরী ভাষা বলে দেয়, কম কসরত করতে হয়নি সাইনা নেহওয়ালের চরিত্রটি ধরতে। শ্রদ্ধা নিজেই তো বলেছেন, ‘এই জীবনীভিত্তিক ছবিটি করতে প্রস্তুতির জন্য ব্যাডমিন্টনের প্রায় ৪০টি ক্লাস করেছি। এটা খুবই কঠিন খেলা কিন্তু আমি বেশ “এনজয়” করেছি। একজন খেলোয়াড়ের জীবনে ভেতরের গল্পগুলো দেখা খুবই রোমাঞ্চকর। সাইনার চোট পাওয়া থেকে শুরু করে বিজয় পাওয়া—সবকিছুই রোমাঞ্চকর। আমি তাঁর জীবনের সঙ্গে নিজের জীবনকে মেলাতে পারি। কারণ, আমার জীবনের গল্পগুলো আর তাঁর জীবনের গল্পগুলো একই, কেবল মাধ্যমটা আলাদা। সবচেয়ে বড় বিষয় হলো, জীবনে যা–ই ঘটুক, তিনি তাঁর লক্ষ্য থেকে সরে যাননি।’
শ্রদ্ধার এই অনুভূতি বলে দেয়, কতটা ভেতর থেকে দেখেছেন সাইনার জীবনকে। শুধু তা–ই নয়, শ্রদ্ধা ব্যাডমিন্টনের ভারতীয় প্রধান কোচের কাছেও প্রশিক্ষণ নিয়েছেন। সাইনা নেহওয়ালও প্রশংসা করেছেন শ্রদ্ধার। তিনি এক সাক্ষাৎকারে বলেছিলেন, শ্রদ্ধা শতভাগ ঠিক তাঁর জীবনীভিত্তিক ছবি করার জন্য। ২২ সেপ্টেম্বর শুরু হয়েছে চলচ্চিত্রটির শুটিং। এটির পরিচালক আমল গুপ্তে। সাইনা নেহওয়াল ভারতের অলিম্পিক পদকজয়ী ব্যাডমিন্টন খেলোয়াড়। ইন্ডিয়ান এক্সপ্রেস