বক্স অফিসে তরতরিয়ে চলছে রাম চরণ অভিনীত ছবি ‘আরআরআর’। ইতিমধ্যে ভারতীয় সিনেমা হলে প্রথম দিনের আয়ে রেকর্ড করেছে ছবিটি। তাই এবারের জন্মদিনটা একটু অন্য রকমই কাটছে এই তেলেগু তারকার।
রাম চরণ তেলেগু ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় তারকা। দক্ষিণ ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া তারকাদের একজন তিনি।
বিজ্ঞাপন
তাঁকে বলা হয় ‘মেগা পাওয়ার স্টার’। এটা তাঁর বাবা চিরঞ্জীবীর উপাধি ‘মেগাস্টার’ ও তাঁর চাচা পাবন কল্যাণের উপাধি ‘পাওয়ার স্টার’-এর সমন্বয়ে ভক্তরা তৈরি করেছেন।
বিজ্ঞাপন
রাম চরণের নানা আল্লু রামা লিংগাইয়া ছিলেন একজন চিকিৎসক। তিনি ভারতের স্বাধীনতাসংগ্রামের সঙ্গে যুক্ত ছিলেন।রাম চরণের ছবি ‘মাগাধিরা’তে অতিথি চরিত্রে অভিনয় করেছিলেন মেগাস্টার চিরঞ্জীবী।‘ধ্রুব’ ছবিতে রাম চরণ নিজেই নিজের স্টান্ট করেন। ছবিটি মুক্তি পায় ২০১৬ সালে। এটি তামিল ছবি ‘থানি অরুভান’-এর রিমেক।রাম চরণের অভিনয়ের প্রথম দিকে বাবা চিরঞ্জীবী নানাভাবে সহযোগিতা করেছেন। চিরঞ্জীবীর অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন। পরে বাবার কামব্যাক সিনেমাতে নিজেই প্রযোজক হিসেবে কাজ করেছিলেন রামচরণ।অভিনয়ের পাশাপাশি উদ্যোক্তা ও ব্যবসায়ী রাম চরণ। তাঁর আছে পোলো, রাইডিং ক্লাব ও এয়ারলাইনসের ব্যবসা।রাম চরণ ও রানা দাগুবাতি স্কুলজীবনের বন্ধু। তাঁরা পড়ালেখা করেছেন একই স্কুলে।রাম চরণ মুম্বাইয়ের একটি অভিনয়ের স্কুলে অভিনয়ের কোর্স সম্পন্ন করেছিলেন। যেখানে হৃতিক রোশন, কারিনা কাপুর খান, প্রিয়াঙ্কা চোপড়ারাও অভিনয় শিখেছেন।রাম চরণ বিবাহিত। তাঁর স্ত্রীর নাম উপাসনা।