শুধু রজনীকান্ত কেন, যেকোনো নতুন অভিনেতাই আমার প্রতিযোগী: কমল হাসান

কমল হাসান
কমল হাসান

সারা ভারত এখন ‘বিক্রম’ জ্বরে আক্রান্ত। কারণ, এই ছবিতে আছে কমল হাসানের মতো কিংবদন্তি অভিনেতা। আর তাঁর সঙ্গে আছেন বিজয় সেতুপতি আর ফাহাদ ফাসিলের মতো দাপুটে অভিনেতা। তাই সবাই কমল হাসান আর বিজয় সেতুপতির যুগলবন্দী দেখার অপেক্ষায় আছেন।
আজ শনিবার মুম্বাইয়ের এক মাল্টিপ্লেক্সে সাংবাদিকদের ‘বিক্রম’ ছবির ট্রেলার দেখানো হয়। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণি সুপারস্টার কমল হাসান। এদিনের সংবাদ সম্মেলনে বিজয় সেতুপতি আর ফাহাদ ফাসিলের প্রসঙ্গে কমল হাসান বলেন, ‘আমি সবার থেকেই কিছু না কিছু শিখি। বিজয় আর ফাহাদের থেকেও অনেক কিছু শিখেছি। তাদের সঙ্গে কাজ করে আমি অভিভূত। আমি তাদেরকে নির্দেশনা করতে চেয়েছিলাম। কারণ, তারা দুর্দান্ত অভিনেতা। কিন্তু কেউ একজন আছে যে আমার থেকেও ভালো পরিচালনা করেন। কয়েক বছর আগেই আমি “বিক্রম” বানাতে চেয়েছিলাম। এখন এই ছবিটি পরিচালনা করেছেন লোকেশ কানাগারাজ। আমার বিশ্বাস, “বিক্রম” মানুষের মননে আগামী ১০ বছর জীবন্ত থাকবে।’

সিনেমা সম্পর্কে তাঁর ভালোবাসা প্রসঙ্গে কমল হাসান বলেন, ‘অভিনয় আমার কাছে কোনো কাজ নয়। আমার কাছে টাকার বিনিময়ে ছুটি কাটানোর মতো। মনে হয় ৩৫ বছর ধরে আমি ছুটি কাটাচ্ছি। আপনাদের প্রত্যেকের মতোই আমার সিনেমার প্রতি অগাধ ভালোবাসা। কাউকে অটোগ্রাফ দেওয়ার সময় আমার অন্তরে যে ভালোবাসা থাকে, সেই একই ভালোবাসা কোনো সিনেমার চুক্তিপত্রে স্বাক্ষর করার সময় থাকে। আমি ভাগ্যবান যে ক্যামেরার সামনে থাকতে পারি, আবার পেছনেও থাকি। অনেক সময় আমি প্রজেক্টরের পেছনে প্রযোজক হিসেবে থাকি।’ দক্ষিণি তারকা রজনীকান্তর সঙ্গে প্রতিযোগিতার প্রসঙ্গে তিনি বলেন, ‘শুধু রজনীকান্ত কেন, যেকোনো নতুন অভিনেতাই আমার প্রতিযোগী। আমি অভিনয় ক্ষেত্রে সবাইকে আমার প্রতিযোগী মনে করি।’

কমল হাসান। ছবি: এএফপি

এদিনের সংবাদ সম্মেলনে উঠে এসেছিল প্যান ইন্ডিয়া ছবির কথা, এ প্রসঙ্গে কমল হাসান বলেন, ‘প্যান ইন্ডিয়া এই টার্ম নতুন কিছু নয়। কারণ, ভারতীয় সিনেমা অনেক আগে “মুঘল ই আজম”, “শোলে”র মতো কালজয়ী ছবি দিয়েছে। আর এই ছবি সারা দেশের ভিন্ন ভিন্ন ভাষাভাষীর মানুষ পছন্দ করেছে। আর এই ভিন্নতাই আমাদের শক্তি। আমাদের এক করে রেখেছে। আমাদের এর জন্য লজ্জা না পেয়ে গর্বিত হওয়া উচিত।’

কমল হাসান নিজেকে ভারতীয় অভিনেতা বলতে বেশি পছন্দ করেন। তিনি বলেছেন, ‘তামিল, মালয়ালাম, হিন্দি, বাংলা ভাষা না বলে আমাদের ভারতীয় ভাষা বলা উচিত। আমি কোনো ভাষা বলতে পারি না তো কী হয়েছে। মিলিয়ন মানুষ এই ভাষায় কথা বলছেন।’
কমল হাসান আর বিজয় সেতুপতি অভিনীত ‘বিক্রম’ ছবিটি ৩ জুন মুক্তি পাবে।