আবার জামিন চেয়ে ব্যর্থ হলেন বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী। তাই আপতত জেলেই কাটাতে হচ্ছে এই বলিউড অভিনেত্রীকে। এখন মুম্বাইয়ের বাইকুল্লা জেলেই বন্দিজীবন কাটাবেন তিনি। সেখানে থাকতে হবে অন্তত ২০ অক্টোবর পর্যন্ত।
আবার জামিন চেয়ে ব্যর্থ হলেন বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী। তাই আপতত জেলেই কাটাতে হচ্ছে এই বলিউড অভিনেত্রীকে। এখন মুম্বাইয়ের বাইকুল্লা জেলেই বন্দিজীবন কাটাবেন তিনি। সেখানে থাকতে হবে অন্তত ২০ অক্টোবর পর্যন্ত। জেলে থাকতে হচ্ছে তাঁর ভাই শৌভিক চক্রবর্তীকেও।
সুশান্ত সিং রাজপুতের অপমৃত্যুর সঙ্গে মাদকের যোগ আছে—এমন অভিযোগ ভারতের আইনশৃঙ্খলা–সংশ্লিষ্ট সংস্থা সিবিআইয়ের তদন্তে উঠে এসেছে। সুশান্তের মৃত্যু মামলার সঙ্গে জড়িত অর্থ আত্মসাতের মামলার তদন্তে নেমে রিয়ার মাদকসংশ্লিষ্টতার বিষয়টি উঠে আসে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর হাতে। কয়েক দফা জিজ্ঞাসাবাদ শেষে গত ৮ সেপ্টেম্বর গ্রেপ্তার হন রিয়া চক্রবর্তী। আগেই গ্রেপ্তার হয়েছিলেন রিয়ার ভাই শৌভিক চক্রবর্তী। সুশান্তের জন্য মাদক নিয়ে আসতেন রিয়া ও শৌভিক। চলত আর্থিক লেনদেনও। তাই ভারতের এনডিপিএস আইনের ২৭ (এ) ধারায় এই ভাইবোনের বিরুদ্ধে মামলা করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো।
সে সময় ভারতীয় গণমাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর উপপরিচালক (অপারেশনস) কে পি এস মালহোত্রা বলেছিলেন, ‘হোয়াটসঅ্যাপ চ্যাট এবং অন্য আসামিদের বক্তব্যের ভিত্তিতে তাঁরা রিয়াকে গ্রেপ্তার করেছেন।’ আরেকজন উপমহাপরিচালক মুথা অশোক জৈন বলেন, ‘আমরা তাঁকে বুঝেশুনে গ্রেপ্তার করেছি, কারণ আমাদের কাছে যথেষ্ট প্রমাণ আছে।’
আগের সূচি অনুযায়ী গতকাল ৬ অক্টোবর শেষ হওয়ার কথা রিয়া চক্রবর্তী, শৌভিক চক্রবর্তীসহ ১৮ জনের জামিন আবেদন স্থগিতের মেয়াদ। কিন্তু এদিনই আবার বিশেষ আদালত রিয়া, শৌভিকদের হেফাজতের মেয়াদ বাড়িয়ে দিলেন ২০ অক্টোবর পর্যন্ত। এই মুহূর্তে তালোজা জেলে বন্দী রয়েছেন শৌভিক চক্রবর্তী, সুশান্তের হাউস ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা এবং পরিচারক দীপেশ সাওয়ান্ত। সবারই বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ বাড়িয়ে দিয়েছে ভারতের সেশন কোর্ট।
সেশন কোর্টে আগেই খারিজ হয়েছে রিয়া ও শৌভিকের জামিনের আবেদন। এরপর মুম্বাই হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিযুক্ত ভাইবোনের আইনজীবী সতীশ মানেসিন্ধে। গত ২৯ সেপ্টেম্বর মুম্বাই হাইকোর্টে সাত ঘণ্টা ধরে জাস্টিস এস পি কোটওয়াল বেঞ্চে চলে রিয়া-শৌভিকের জামিনের শুনানি। যদিও জামিনের রায় সংরক্ষিত রেখেছেন হাইকোর্ট।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো লাগাতার অভিযুক্তদের জামিনের বিরোধিতা করে। উচ্চ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর তদন্তকারী কর্মকর্তারা জানান, রিয়া ও শৌভিক মাদক চক্রের সক্রিয় সদস্য, যাঁদের বলিউডের বড় তারকা এবং ধনাঢ্য ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ আছে। তাই তাঁদের জামিন দেওয়াটা তদন্তের গতিকে বাধাগ্রস্ত করবে।
অন্যদিকে রিয়া তাঁর জামিন আবেদনে লিখেছিলেন, তাঁকে জোর করে বয়ানে সই করা হয়েছে। তাঁর মুখে এমন কথা বলানো হয়েছে, যা তিনি বলেননি।
মুম্বাই হাইকোর্টে রিয়া-শৌভিকের জামিনের শুনানি শেষে বিচারপতি নিজের রায় সংরক্ষিত রেখে বলেন, ‘আমি দ্রুত এই শুনানির রায় দেওয়ার চেষ্টা করব। তবে এই মামলা অনেক গভীর এবং অনেক বিষয় আলোচনা করার দরকার আছে।’
১৪ জুন মুম্বাইয়ের বান্দ্রায় নিজ বাসায় সুশান্ত সিং রাজপুতের মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়েছে, আত্মহত্যা করেছেন সুশান্ত সিং রাজপুত। আত্মহত্যার বিষয়টি মেনে নিতে পারছেন না সুশান্তের অসংখ্য ভক্ত। সেই তালিকায় আছেন বলিউডের অসংখ্য তারকা থেকে রাজনৈতিক ব্যক্তিও। এমনকি বিহার পুলিশের ডিজিও তদন্ত শুরুর পরে আত্মহত্যার কথা মেনে নিতে পারছিলেন না। অন্যদিকে একের পর এক প্রেমে ব্যর্থতা, মাদক, বাইপোলার ডিসঅর্ডার, নিম্নমুখী ক্যারিয়ার, পরিবারের সঙ্গে বিচ্ছিন্নতা—সবকিছু সুশান্তকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে বলে দাবি রিয়া চক্রবর্তীর।