শিখতে চাই আরও

রাধিকা আপ্তে
রাধিকা আপ্তে

অতিমারি হাজার হাজার মানুষের জীবনদর্শন বদলে দিয়েছে। বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তের ক্ষেত্রেও তা–ই ঘটেছে। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন যে এই অতিমারির প্রভাব তাঁর মননের ওপর পড়েছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রাধিকা ছবি নির্বাচন প্রসঙ্গে বলেছেন, ‘একটি প্রকল্প চূড়ান্ত করার সময় একজন শিল্পীর জন্য নির্মাতা, পাণ্ডুলিপি আর চরিত্র খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু আমি এক শিল্পী হিসেবে এবার নতুন আরও চ্যালেঞ্জ নিতে চাই। নতুন মানুষ আর আবেগকে আবিষ্কার করতে চাই। তবে সবার ওপরে দেখছি যে আমাকে নতুন প্রকল্পটা কতটা অনুপ্রাণিত করছে।’

রাধিকা আপ্তে

ব্যবসায়িক ছবি আর অন্য ধারার ছবির মধ্যে ভারসাম্য বজায় রেখে চলার চেষ্টা করছেন রাধিকা। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘এই অতিমারি আমাকে এক নতুন দৃষ্টিকোণ দিয়েছে। আগে আমি মনে করতাম যে আমি শুধু ইঁদুরদৌড়ের একটা অংশমাত্র। আমি সেই ধরনের কাজ করতে বাধ্য হয়েছি, যা অন্যরা চেয়েছে। একজন অভিনেত্রী হিসেবে আমার জীবনের মূল্যবান সময় এখন। তবে এখন আমি সেই ধরনের কাজ করতে চাই, যা আমাকে আনন্দ দেবে। আমি আরও কিছু শিখতে চাই। আমাকে এখন সেই ধরনের কাজগুলো টানছে, যা আমি আগে কখনো করিনি।’

পারছেদ ছবিতে ‘রাধিকা আপ্তে’

রাধিকার ঝুলিতে বেশ কিছু ব্যতিক্রমী প্রকল্প আছে। বলিউডের এই দাপুটে অভিনেত্রীকে আগামী দিনে বিক্রান্ত ম্যাসীর সঙ্গে ‘ফরেনসিক’, হৃতিক রোশনের সঙ্গে ‘বিক্রম বেধা’, সাইফ আলী খানের সঙ্গে ‘মিসেস আন্ডারকভার’ আর রাজকুমার রাওয়ের সঙ্গে ‘মনিকা ও মাই ডার্লিং’ ছবিতে দেখা যাবে।