বলিউড অভিনেত্রী রেখার পর শাড়িতে নিজের সৌন্দর্য তুলে ধরেছেন যাঁরা, তাঁদের মধ্যে অন্যতম কঙ্গনা রনৌত। নানা অনুষ্ঠানে কঙ্গনা শাড়ি পরে যান। ইনস্টাগ্রামে দেন বাহারি সব শাড়ির ছবি। দেখে নেওয়া যাক কঙ্গনার শাড়ির সংগ্রহ।
বিনোদন ডেস্ক
সিল্ক শাড়ির প্রতি কঙ্গনার দুর্বলতা আছে। প্রায়ই তাঁকে সিল্ক শাড়ি পরতে দেখা যায়।
বিজ্ঞাপন
যেকোনো অনুষ্ঠানে কঙ্গনার প্রথম পছন্দ শাড়ি। আর দীপাবলিতে কঙ্গনার প্রথম পছন্দ শাড়ি।
বিজ্ঞাপন
সাদা ব্লাউজে গোলাপি শাড়িতে কঙ্গনাকে লাগছে দ্যুতিময়।সোনালি পাড়ের কালো শাড়িতে কঙ্গনা যেন হয়ে উঠেছেন আভিজাত্যের প্রতীক।মাল্টি কালার পলকা প্রিন্ট শাড়িতে কঙ্গনাকে লাগছে মোহময়ী।হলুদ সিল্ক শাড়িতে কঙ্গনা হয়ে উঠেছেন আরও ঝলমলে। এই শাড়ি পরে তিনি গিয়েছিলেন দ্য কপিল শর্মা শোতে ‘থালাইভি’ ছবির প্রচারণায়।শুধু দেশেই নয়, শাড়ি পরে বিদেশেও দেখা গেছে কঙ্গনাকে।