শাহরুখ, সালমানদের নিয়ে যা বললেন পূজা

বেশ সাড়া জাগিয়ে মুক্তি পেয়েছিল প্রভাস আর পূজা হেগড়ের ‘রাধে শ্যাম’ ছবিটি। কিন্তু সিনেমাপ্রেমীদের সেই প্রত্যাশা পূরণ করতে পারেনি এ ছবি। রাধা কৃষ্ণ কুমার পরিচালিত এ ছবি ঘিরে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। পূজা এক সাক্ষাৎকারে এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন।
‘রাধে শ্যাম’ আশানুরূপ সফল না হওয়ার প্রসঙ্গে পূজা বলেছেন, ‘দেখুন, সব ছবির নিজস্ব এক ভাগ্য থাকে। আমি এটা সম্পূর্ণভাবে বিশ্বাস করি। অনেক সময় কোনো এক ছবি দেখে আমাদের সাধারণ মনে হতে পারে। কিন্তু সেই ছবি বক্স অফিসে ভালো ব্যবসা করে। আবার অনেক সময় কোনো ছবি আমাদের ভালো লাগে। কিন্তু ছবিটা বক্স অফিসে মোটেও সাড়া পায় না। আমরা বুঝে উঠতে পারি না, ছবিটা কেন চলল না। তাই আমি মনেপ্রাণে বিশ্বাস করি যে সব ছবিরই বক্স অফিসের সঙ্গে তার নিজস্ব ভাগ্য জড়িয়ে আছে।’

পূজাকে আগামী দিনে দারুণ সব প্রকল্পে দেখা যাবে। একদিকে বলিউড সুপারস্টার সালমান খানের সঙ্গে ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’, অন্যদিকে রণবীর সিংয়ের ‘সার্কাস’ ছবিতে কাজ করছেন তিনি। তাই প্রথম আলোর সঙ্গে এ আড্ডায় উঠে এসেছিল সালমান খানের প্রসঙ্গ। সালমান প্রসঙ্গে পূজা বলেন, ‘শাহরুখ খানের পাশাপাশি সালমানও রোমান্সে কম যান না। সালমানের রোমান্সের ধরন অন্য রকম। তাঁর প্রেম দুষ্টুমিতে ভরা।’

পূজা হেগড়ে

পূজা আরও বলেন, ‘ইন্ডাস্ট্রিতে মনের দিক থেকে সালমানের মতো সৎ মানুষ আমি কম দেখেছি। তিনি যাঁকে পছন্দ করেন, সেই ব্যক্তির কাছে তা স্পষ্ট। আর কাউকে যদি অপছন্দ করেন, সেটাও তাঁর ব্যবহারে স্পষ্ট। তাঁর মধ্যে কোনো রকম ভণিতা নেই। সত্যি বলতে, ইন্ডাস্ট্রিতে এ রকম মানুষের সংখ্যা নেহাতই কম। মানুষ হিসেবে তিনি খাঁটি। আমি সালমানের সঙ্গে কাজ করে দারুণ খুশি।’

সালমানের সঙ্গে কাজ করে খুশি পূজা
ইন্ডাস্ট্রিতে মনের দিক থেকে সালমানের মতো সৎ মানুষ আমি কম দেখেছি। তিনি যাঁকে পছন্দ করেন, সেই ব্যক্তির কাছে তা স্পষ্ট। আর কাউকে যদি অপছন্দ করেন, সেটাও তাঁর ব্যবহারে স্পষ্ট। তাঁর মধ্যে কোনো রকম ভণিতা নেই। সত্যি বলতে, ইন্ডাস্ট্রিতে এ রকম মানুষের সংখ্যা নেহাতই কম।
পূজা হেগড়ে
রণবীরেও মুগ্ধ পূজা

এদিকে রণবীরেও মুগ্ধ পূজা। রণবীরের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘রণবীরের এনার্জি লেভেল নিয়ে নতুন আর কী বলব। সে প্রাণশক্তির ভান্ডার। ভীষণই মজার মানুষ রণবীর। আর তাঁর একটা বড় গুণ, সে মানুষকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করে। আর সম্ভবত সেই কারণে রণবীর অভিনেতা হিসেবে দারুণ।’

পূজা হেগড়ে
শুধু পর্দায় নয়, বাস্তবেও শাহরুখ খানের মতো রোমান্টিক মানুষ আমি দেখিনি। তিনি ভীষণ ফুর্তিবাজ মানুষ।

তবে পূজা শাহরুখ খানের বড় ভক্ত। এখনো কিং খানের সঙ্গে জুটি বাঁধার সুযোগ তাঁর হয়নি।

পূজা শাহরুখ খানের বড় ভক্ত

শাহরুখ সম্পর্কে পূজা বলেন, ‘শুধু পর্দায় নয়, বাস্তবেও শাহরুখ খানের মতো রোমান্টিক মানুষ আমি দেখিনি। তিনি ভীষণ ফুর্তিবাজ মানুষ। শাহরুখের মধ্যে সব মেয়েকে স্পেশাল অনুভব করানোর এক অদ্ভুত ক্ষমতা আছে। তিনি সত্যি রোমান্সের জাদুকর।’