শাহরুখ রেঁধেছেন, খেয়েছেন গৌরী

গৌরী খান ও শাহরুখ খান
সংগৃহীত

করোনাকালে আর পাঁচজন সাধারণ মানুষের মতো বলিউড তারকারাও কাটিয়েছেন গৃহবন্দী দশায়। পরিবারের সঙ্গে এক ছাদের নিচে তাঁরাও আর সবার মতো সাদামাটা জীবন যাপন করেছেন। রেঁধেছেন, বেড়েছেন, খেয়েছেন, পরিবারের সঙ্গে সময় কাটিয়েছেন। বলিউডের ‘বাদশা’ শাহরুখ খানও এর ব্যতিক্রম নন। তিনিও তিন সন্তান এবং স্ত্রীর সঙ্গে দারুণ সময় কাটিয়েছেন। করোনাকালে কিং খান কী করেছেন, তা খোলাসা করেছেন স্ত্রী গৌরী।

গৌরী বলেন, ‘সুহানা (শাহরুখ ও গৌরীর একমাত্র মেয়ে) ওর অনলাইন ক্লাস নিয়ে দারুণ ব্যস্ত। আরিয়ানের কলেজ বন্ধ তাই ও অলস সময় কাটাচ্ছে। আরিয়ান এর মাঝে প্রচুর সিনেমা দেখেছে। আর গেমস খেলছে। তবে আব্রামের বয়সী শিশুদের জন্য এটা আসলেই খুব কঠিন সময়। ও কী করবে বুঝতে না পেরে আমাদের সঙ্গেই বেশি সময় কাটাচ্ছে।’

শাহরুখ খান ও তাঁর পরিবার

কিং খান এই লকডাউনে কী করলেন, তা শুনে আশ্চর্য হবে সবাই। বলিউডের এই বাদশাহের দিনের বেশির ভাগ সময় কেটেছে রান্নাঘরে। পাকা রাঁধুনির মতো মজাদার সব পদ রান্না করেছেন। আর তা গৌরীসহ বাড়ির সবাই চেটেপুটে খেয়েছেন। গৌরী বলেন, ‘লকডাউনের সময় বাইরে থেকে খাবার আনা ঝুঁকিপূর্ণ। তাই শাহরুখই রান্নাঘরের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিল। ও নিজের হাতে সব রান্নাবান্না করত। আর আমরা সবাই চেটেপুটে খেতাম। শাহরুখ রান্না করতে দারুণ ভালোবাসে, আর আমি খেতে।’

শাহরুখ সবচেয়ে ভালো বানান পাস্তা

এর আগে প্রথম আলোকে এক সাক্ষাৎকারে বলিউডের কিং খান বলেছিলেন যে তিনি রান্না করতে বিশেষ পছন্দ করেন। একটু সময় পেলেই এই বলিউড সুপারস্টার রসুইঘরে ঢুকে পড়েন। শাহরুখ সবচেয়ে ভালো বানান পাস্তার বাহারি পদ। আরিয়ান, সুহানা আর আব্রাম দারুণ পছন্দ করে তাদের বাবার হাতের পাস্তা। 'মান্নাত'–এ বিশেষ কোনো অতিথি এলে শাহরুখ নিজের হাতে একটা পদ বানানোর চেষ্টা করেন। তবে তিনি খুব একটা ভোজনরসিক নন। ডাল-ভাত অথবা চিকেন তন্দুরিতেই খুশি কিং খান।