বলিউড অভিনেত্রী ও মডেল শার্লিন চোপড়ার নামে ৫০ কোটি টাকার মানহানি মামলা করার উদ্যোগ নিয়েছেন বলিউড তারকা শিল্পা শেঠি।
পর্নো ছবি তৈরি ও বিপণনের অভিযোগে গ্রেপ্তার হয়ে বেশ কিছুদিন জেলে ছিলেন শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা। এ সময় শার্লিন চোপড়া মন্তব্য করেন, স্বামীর কর্মকাণ্ড সম্পর্কে শিল্পা অবগত ছিলেন। এ মন্তব্যেই খেপেছেন শিল্পা শেঠি। পিংক ভিলা জানিয়েছে, শার্লিনের নামে ৫০ কোটি টাকা মানহানির মামলা করতে চলেছেন শিল্পার আইনজীবী। আইনজীবীর দাবি, তাঁর মক্কেলের বিরুদ্ধে ভুল বিবৃতি দিয়েছেন শার্লিন। প্রচার ও অর্থের লোভে তিনি এসব কথা বলেছেন। তিনি বলেন, এসব ঔদ্ধত্য ছাড়া কিছু না। মিডিয়ার মনোযোগ পেতে শিল্পা শেঠি ও তাঁর স্বামীর নামে আজেবাজে কথা বলে বিতর্ক সৃষ্টির চেষ্টা করেছেন তিনি।
যৌন হয়রানি ও মানসিক নির্যাতনের অভিযোগে এর আগে রাজ কুন্দ্রার বিরুদ্ধে থানায় অভিযোগ করেছিলেন শার্লিন চোপড়া। সম্প্রতি শাহরুখ খানের ছেলে আরিয়ান খান গ্রেপ্তার হওয়ার পর বলিউডে মাদক নিয়ে তুমুল আলোচনা শুরু হয়। বলিউডের সব তারকা আরিয়ানের পক্ষে অবস্থান নিলেও শার্লিন চোপড়া নিজের একটি পুরোনো সাক্ষাৎকারের ভিডিও টুইট করেন।
ওই ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, ‘কলকাতায় গিয়েছিলাম কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) ম্যাচ দেখতে। কেকেআর জিতে যায়। বিজয় উদ্যাপনের জন্য একটি পার্টি ছিল সে রাতে। কেকেআরের খেলোয়াড়, তাঁদের বন্ধুবান্ধব, শাহরুখ খান ও তাঁর স্ত্রী ও বন্ধুবান্ধব পার্টি করছিলেন। ধীরে ধীরে দেখলাম ধোঁয়া হচ্ছে। সেখানে অন্যান্য জিনিস খাওয়া হচ্ছে।’