লকডাউনের পর বিকিনি পরে সাগরপাড়ে

‘হাউসফুল টু’ ছবিতে অভিনয় করেছেন পুজা হেগড়ে। ছবি: ইনস্টাগ্রাম
‘হাউসফুল টু’ ছবিতে অভিনয় করেছেন পুজা হেগড়ে। ছবি: ইনস্টাগ্রাম

পৃথিবী স্বাভাবিক হয়ে যাওয়ার পর পূজা দেবেন এক দৌড়। প্রথমেই তিনি চলে যাবেন দাদিকে দেখতে। তারপর বন্ধুদের কাছে এবং সবশেষে ব্যায়ামাগারে। ঝেড়ে ফেলবেন শরীরে জমে থাকা মেদ।

ব্যবসাসফল ছবি ‘হাউসফুল টু’র অন্যতম অভিনেত্রী পূজা হেগড়ে। লকডাউনের পর যেতে চান পৃথিবীর তিনটি শহরে। শুরুতে হায়দরাবাদে যাবেন পরের ছবির শুটিংয়ে। সেখানে যাওয়ার জন্য রীতিমতো পাগল হয়ে আছেন তিনি। শুটিং শেষে ছুটি কাটাতে যাবেন কেরালায়। তবে সেখানে না গেলে ম্যাঙ্গালোরেও যাওয়ার ইচ্ছা আছে। পূজার সবচেয়ে প্রিয় বন্ধুটি থাকেন আন্ধেরিতে। তাঁর সঙ্গে আড্ডা দেওয়ার জন্যও প্রাণ কাঁদছে পূজার। বন্ধুর থেকেও তাঁকে বেশি ভালোবাসে তাঁর পোষা কুকুরটি।

লকডাউনের পর শুটিংয়ে যাবেন পুজা হেগড়ে। ছবি: ইনস্টাগ্রাম

যদিও কোয়ারেন্টিনে থাকার একটা উপকার রয়েছে। কী সেটা? জানতে চাইলে পূজা বলেন, ‘আগে শুধু মনে হতো, আমি ছুটি চাই। কিছুই করব না। কেবল ঘরে থাকব। এখন মনে হয়, সব সময় বাইরে থাকতে পারা, কাজ করা একটা আশীর্বাদ। যদিও এই কোয়ারেন্টিনের সবচেয়ে ভালো ব্যাপারটি হচ্ছে, ঘন ঘন মেকআপ নিতে হচ্ছে না। আর সবচেয়ে খারাপ দিকটি হচ্ছে, আমি শপিংয়ে যেতে পারছি না।’

‘মহেঞ্জো দারো’ ছবি দিয়ে বলিউডে আসেন পুজা হেগড়ে। ছবি: ইনস্টাগ্রাম

মিস ইউনিভার্স ২০১০-এ ভারত থেকে তৃতীয় হয়েছিলেন পূজা হেগড়ে। বলিউডে অভিষিক্ত হন ২০১৬ সালের ‘মহেঞ্জো দারো’ ছবির মাধ্যমে। তামিল ও তেলেগু ছবিতেও তিনি কাজ করেছেন। লকডাউনের পর নিশ্চয়ই আবার দুই হাত ভরে শপিং করবেন পূজা। লকডাউনের পর আর কী করবেন? এমন প্রশ্নে তিনি জানিয়েছেন, ‘বিকিনি পরে সাগরপাড়ের বাতাসে ছোটাছুটি করবো।’ সূত্র: ফিল্মফেয়ার