‘দ্য কপিল শর্মা শো’র প্রতিটা পর্বের জন্য কপিল শর্মা কত করে নেন জানেন? বেশির ভাগ মানুষেরই ধারণা, আয়রোজগার নায়ক–নায়িকারাই বেশি করে। রিয়েলিটি শো-র হোস্টরাও যে তাঁদের চেয়ে কোনো অংশে কম যান না, নিজের তালিকাটায় একবার চোখ বুলালেই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে।
বিনোদন ডেস্ক
‘খতরোঁ কি খিলাড়ি ১১’- র প্রতি পর্বের জন্য শো উপস্থাপক রোহিত শেঠি হাঁকিয়েছেন ৪৯ লাখ রুপি।
বিজ্ঞাপন
কপিল শর্মা মানেই কথার জাদু। দ্য কপিল শর্মা শোতে এই জাদু তৈরিতে প্রতি পর্বে প্রযোজকদের ঢালতে হয় ৫০ লাখ রুপি।
বিজ্ঞাপন
শোনা যাচ্ছে, ‘সুপার ড্যান্সার ৪’-এর গোটা মৌসুমের জন্য শিল্পা শেঠি নিয়েছেন ১৪ কোটি রুপি।‘বিগ বস ১৪’ আসরের বিজয়ী সিদ্ধার্থ শুক্লা। প্রতি সপ্তাহে তাঁকে দিতে হতো ৯ লাখ রুপি।রিয়েলিটি শো থেকে জনপ্রিয় হয়েছেন নেহা কক্কর। ‘ইন্ডিয়ান আইডল ১২’-এর প্রতি পর্বের জন্য তিনি নিয়েছেন ৫ লাখ রুপি।