রজনীকান্ত–শাহরুখদের সঙ্গে বিয়ের ছবি শেয়ার করে নয়নতারাদের বিয়ের মাস পূর্তি উদযাপন

গত জুন মাসে সাত পাকে বাঁধা পড়েন অভিনেত্রী নয়নতারা ও পরিচালক বিগনেশ শিবান। তাঁদের বিয়ের এক মাস পূর্তি হলো আজ ৯ জুলাই। এই সময়ে এই তারকা দম্পতি বিয়ের হাতে গোনা নয়টি ছবি প্রকাশ করেছেন। তার মধ্যে মাস পূর্তি উপলক্ষে আজ দুটি ছবি প্রকাশ করে ভক্তদের সারপ্রাইজ দিয়েছেন।
নয়নতারার বিয়েতে তারকাদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। তাঁদের মধ্যে এসেছিলেন রজনীকান্ত। বিয়ের দিনের সেই ছবি এক মাস পর আজ প্রকাশ করেছেন নয়নতারা।
নয়নতারার বিয়েতে তারকাদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। তাঁদের মধ্যে এসেছিলেন রজনীকান্ত। বিয়ের দিনের সেই ছবি এক মাস পর আজ প্রকাশ করেছেন নয়নতারা।
শাহরুখ খানের সঙ্গে জুটি বেঁধে প্রথমবার বলিউডে নাম লেখাচ্ছেন নয়নতারা। এই বিয়েতে শাহরুখ গিয়েছিলেন আশীর্বাদ করতে। সেই ছবিও এক মাস পরে আজ পাওয়া গেল। ছবি:ইনস্টাগ্রাম
তারকাদের বিয়ের ছবি নিয়ে ভক্তদের আগ্রহ থাকলেও বিভিন্ন সময় বিয়ের হাতে গোনা আটটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন এই তারকা দম্পতি। গত সপ্তাহে ছবিটি পোস্ট করেন তাঁরা। ছবি:ইনস্টাগ্রাম
তারকাদের বিয়ের ছবি নিয়ে ভক্তদের আগ্রহ থাকলেও বিভিন্ন সময় বিয়ের হাতে গোনা আটটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন এই তারকা দম্পতি। গত সপ্তাহে ছবিটি পোস্ট করেন তাঁরা। ছবি:ইনস্টাগ্রাম
বিয়ের দিন ছবিটি প্রকাশ করেন নয়নতারা। সবার কাছে আশীর্বাদ চান। ছবি:ইনস্টাগ্রাম
বিয়ের দুই সপ্তাহ পরে প্রকাশ করা ছবিতে পরিবারের সঙ্গে তারকা দম্পতি। ছবি:ইনস্টাগ্রাম
বিয়ের দিন শিবানের প্রকাশ করা নয়নতারার প্রথম ছবি। ছবি:ইনস্টাগ্রাম
অন্যদিকে নয়নতারা বিয়ের দিন নিজের প্রথম ছবিটি পোস্ট করে লিখেন, আমাদের নতুন যাত্রা। ছবি:ইনস্টাগ্রাম
ভক্তদের জন্য সারপ্রাইজ হিসেবে বিয়ের দিন একা ফ্রেমবন্দী হওয়া ছবিটি প্রকাশ করেন নয়নতারা। ছবি:ইনস্টাগ্রাম
সাত বছর প্রেমের পর ভালোবাসার মানুষের সঙ্গে জীবন শুরু করার পর ছবিটি শেয়ার করেন। ওপরের ১০টি ছবি ছাড়া নয়নতারার বিয়ের তেমন আর কোনো ছবি নেই। ছবি:ইনস্টাগ্রাম