যৌন হেনস্তার অভিযোগ আছে বলিউডের পরিচালক লাভ রঞ্জনের বিরুদ্ধে। আর তাঁর ছবিতেই নাকি কাজ করতে পারেন দীপিকা পাড়ুকোন। এমন খবরে সমালোচনার ঝড় ওঠে বলিউডে। তখন মুখ না খুললেও এবার দীপিকা বললেন নিজের অবস্থানের কথা। ‘ভোগ’ ম্যাগাজিনের প্রচ্ছদকন্যা হয়েছেন সম্প্রতি। সেখানেই এক সাক্ষাৎকারে বিষয়টি খোলাসা করেন এ অভিনেত্রী।
বলিউডে দীপিকার অভিনয় নিয়ে নতুন করে বলার কিছু নেই। দীপিকা পাড়ুকোন এখন একনামে বলিউডের শীর্ষ নায়িকাদের একজন। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে লাভ রঞ্জনের সঙ্গে দেখা করার ছবি ভাইরাল হলে সমালোচনায় বিদ্ধ হন এই নায়িকা। তখন তাঁকে ভণ্ড বলেও গাল দেন ভক্তরা। এবার যৌন হেনস্তায় অভিযুক্ত ব্যক্তিদের সঙ্গে কাজ করার বিষয়ে নিজের অবস্থান নিয়ে বললেন এ নায়িকা। ভোগ ম্যাগাজিনের প্রচ্ছদকন্যা হওয়ায় সেখানে সাক্ষাৎকার দিতে হয়েছে তাঁকে। তাঁকে প্রশ্ন করা হয়, তিনি কি এমন কোনো ব্যক্তির সঙ্গে কাজ করবেন, যাঁর বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ আছে? এর উত্তরে দীপিকা বলেন, ‘না, আমি এমন কোনো লোকের সঙ্গে কাজ করব না।’
লাভ রঞ্জনের সঙ্গে একটি ছবিতে কাজ করার খবর বেরোয় গণমাধ্যমে। সে ছবিতে সাবেক প্রেমিক রণবীর কাপুরের সঙ্গে পর্দায় একসঙ্গে অভিনয় করার কথা। দুজন লাভ রঞ্জনের সঙ্গে দেখা করতেও গিয়েছিলেন। সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে যায়। তখনই সমালোচনায় মুখর হয়ে উঠেছিল বলিউড।
এই মুহূর্তে দীপিকা ব্যস্ত স্বামী রণবীর সিংয়ের সঙ্গে ৮৩ সিনেমা নিয়ে। সেখানে রণবীর সিংকে দেখা যাবে কপিল দেবের ভূমিকায়। আর দীপিকা থাকছেন তাঁর স্ত্রী রোমি ভাটিয়ার চরিত্রে। এর আগে অ্যাসিড–সন্ত্রাসের শিকার লক্ষ্মী আগারওয়ালের চরিত্রে অভিনয় করেন ছপাক ছবিতে। এটি পরিচালনা করেছেন মেঘনা গুলজার। সূত্র: টাইমস অব ইন্ডিয়া