বলিউডে যে নারীরা দীর্ঘদিন ধরে যৌন নির্যাতনের শিকার হচ্ছেন, তাঁদের পাশে দাঁড়িয়েছেন ও সমর্থন জানিয়েছেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে। তিনি বলেছেন, ‘এটা খুব ইতিবাচক ঘটনা, এখন নির্যাতিত মেয়েরা মুখ খুলছেন। আমি শুনেছি, এখানে নানা প্রতিকূল পরিস্থিতিতে মেয়েরা কাজ করছেন। টিকে থাকার জন্য কত কিছুই না তাঁদের করতে হচ্ছে! একটা খারাপ গোষ্ঠী তাঁদের ব্যবহার করছে। মেয়েরা সব সময় এভাবে ব্যবহৃত হবেন, শোষিত হবেন? মেয়েরা যে মুখ খোলার সাহস দেখিয়েছেন, এটা ভালো দিক। আমি এর প্রশংসা করছি।’
গতকাল শনিবার মুম্বাইয়ে এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আশা ভোসলে। অনুষ্ঠানের ফাঁকে সাংবাদিকেরা তাঁর কাছে যান। সম্প্রতি যৌন হেনস্তা নিয়ে বলিউড তারকা তনুশ্রী দত্ত মুখ খুলেছেন, অভিযোগ করছেন, প্রখ্যাত অভিনেতা ও পরিচালকের দিকে আঙুল তুলেছেন—এ ব্যাপার তাঁর দৃষ্টি আকর্ষণ করা হয়। এই অনুষ্ঠানে তাঁর সঙ্গে ছিলেন বলিউডের জনপ্রিয় তারকা মাধুরী দীক্ষিত। লতা মঙ্গেশকরের জন্মদিন উপলক্ষে এখানে তাঁরা কেকে কেটেছেন। কেকটিতে লেখা ছিল, ‘হ্যাপি বার্থডে দিদি’।
আশা ভোসলে বলেন, ‘মেয়েদের এভাবে হেনস্তা হওয়া, ব্যবহৃত হওয়ার ঘটনা নতুন নয়। এখানে তা যুগ যুগ ধরে চলে আসছে। অথচ এই মেয়েরাই চিরকাল কর্মক্ষেত্র আর পরিবার—দুই দিক সমানভাবে দক্ষতার সঙ্গে সামলাচ্ছেন।’
২০০৪ সালের ‘মিস ইন্ডিয়া’ ও বলিউড তারকা তনুশ্রী দত্ত শক্তিমান অভিনেতা নানা পাটেকারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছেন। এ ছাড়া তিনি একই ধরনের অভিযোগ করেছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী আর প্রেমাংশু রায়ের বিরুদ্ধেও।
এর পর তাঁর পাশে এসে দাঁড়িয়েছেন বলিউডের নির্মাতা আর অভিনয়শিল্পীরা। তাঁদের মধ্যে আছেন ফারহান আখতার, প্রিয়াঙ্কা চোপড়া, সোনম কাপুর, টুইঙ্কল খান্না, পরিণীতি চোপড়া, রিচা চাড্ডা, স্বরা ভাস্কর, রাভিনা টেন্ডন প্রমুখ। এখন সবাই এসব ঘটনার প্রতিবাদ করছেন, কথা বলছেন, ভুক্তভোগীকে মানসিক ও শারীরিকভাবে সমর্থন দিচ্ছেন। সবার সমর্থন পেয়ে খুশি তনুশ্রী দত্ত।