যে কাজগুলো করে টাকা নেননি সালমান-শাহরুখরা

বলিউড অভিনয়শিল্পীদের পারিশ্রমিক আকাশচুম্বী। একেকটি ছবিতে কেউ কেউ শতকোটি রুপির ওপরে নেন। কিন্তু মাঝেমধ্যে তাঁরা এমনও কিছু কাজ করেন, যেগুলোর পারিশ্রমিক নেননি। বন্ধুত্ব, মানবিকতা—নানা কারণে সেসব ছবিতে তাঁরা বিনা পয়সায় অভিনয় করেছেন।

‘দাবাং টু’ ছবির জনপ্রিয় আইটেম গান ‘ফেভিকল সে’। সেই গানে কারিনা কাপুর খান অভিনয় করেছিলেন একেবারে বিনা পয়সায়। কারণ, সালমানের সঙ্গে কারিনার বন্ধুত্ব অনেক দিনের। বন্ধুত্বের খাতিরে কাজটি করে দিয়েছিলেন তিনি। কে জানত, বিনা পয়সার আইটেম গান এত জনপ্রিয় হবে!
সংগৃহীত
হৃতিক রোশনের ‘অগ্নিপথ’ ছবিতে ‘চিকনি চামেলি’ আইটেম গান ব্যাপক সাড়া ফেলে। আর সেই গান করতে একেবারেই কোনো টাকা নেননি ক্যাটরিনা কাইফ
অমিতাভ বচ্চন ও জুহি চাওলা অভিনীত ‘ভূতনাথ’ ছবিতে অতিথি চরিত্রে দেখা গিয়েছিল শাহরুখ খানকে। শাহরুখের দীর্ঘদিনের বন্ধু জুহি চাওলা। বন্ধুর ছবিতে কোনো পারিশ্রমিক ছাড়াই অভিনয় করেছিলেন কিং খান
ইরফান খানের ‘বিল্লু’ ছবিতে দেখা গিয়েছিল প্রিয়াঙ্কা চোপড়াকে। এই ছবিতে অভিনয়ের জন্য প্রিয়াঙ্কা কোনো পারিশ্রমিক দাবি করেননি
দীপিকা পাড়ুকোন এখন বলিউডের শীর্ষ নায়িকাদের মধ্যে অন্যতম। তাঁর প্রথম ছবি ‘ওম শান্তি ওম’-এ অভিনয়ের জন্য কোনো পারিশ্রমিক নেননি তিনি
অজয় দেবগনের ‘সন অব সর্দার’ ছবিতে অতিথি চরিত্রে ছিলেন সালমান খান। এই ছবিতে অভিনয়ের জন্য কোনো পরিশ্রমিক নেননি ভাইজান
‘ভাগ মিলখা ভাগ’ ছবিতে অভিনেত্রী সোনম কাপুর নামমাত্র ১১ রুপি নিয়েছিলেন, যা পারিশ্রমিক না নেওয়ার মতোই!
‘কাভি খুশি কাভি গাম’ ছবিতে দেখা গিয়েছিল রানী মুখার্জিকে। পরিচালক ও প্রযোজক করণ জোহরের ভালো বন্ধু রানী। তাই পারিশ্রমিক ছাড়াই অভিনয় করেছিলেন বন্ধুর ছবিতে