মাদক ইস্যুতে নতুন করে খবরের শিরোনাম হলেন বলিউড তারকা শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। এবারই প্রথম নয়, আগেও বেশ কবার খবরের শিরোনাম হয়েছিলেন তিনি। ফিরে দেখা যাক সেসব ঘটনা।
অ্যানিমেশন ছবিতে কণ্ঠাভিনয়
অ্যানিমেশন ছবি ‘দ্য ইনক্রেডিবলস’–এর হিন্দি সংস্করণ ‘হাম হ্যায় লাজওয়াব’–এর ডাবিংয়ে ২০০৪ সালে বাবা শাহরুখের সঙ্গে কণ্ঠ দিয়েছিলেন আরিয়ান। শাহরুখ কণ্ঠ দিয়েছিলেন মিস্টার ইনক্রেডিবলস বা লাজওয়াব চরিত্রে আর তাঁর ছেলে দাস বা তেজ চরিত্রে আরিয়ান। সেবার খবরের শিরোনাম হয়েছিলেন তিনি। যদিও ২০০১ সালে ‘কাভি খুশি কাভি গাম’ ছবিতে রাহুলের (শাহরুখ খান) ছোট্টবেলার চরিত্রটি করেছিলেন আরিয়ান। শাহরুখ ভক্তদের কাছে সেটিও ছিল এক চাঞ্চল্যকর ঘটনা।
‘কাল হো না হো টু’
শাহরুখ খান ও সাইফ আলী খানের ছেলে ঘনিষ্ঠ বন্ধু। একবার সাইফের ছেলে ইব্রাহিম আলী খান ও শাহরুখের ছেলে আরিয়ানকে একসঙ্গে খেলতে দেখা যায়। সেই ছবি দিয়ে নেটিজেনরা মিম বানিয়েছিল—যেন ‘কাল হো না হো টু’ তৈরি হতে যাচ্ছে। শাহরুখ ও সাইফ একসঙ্গে অভিনয় করেছিলেন ‘কাল হো না হো’ ছবিতে।
আরিয়ান কি অভিনেতা হবেন
শাহরুখকে প্রায়ই জিজ্ঞেস করা হতো, অভিনয়ে তাঁর ছেলের অভিষেক হচ্ছে কবে। তিনি বারবার জানিয়েছিলেন, ছেলে আরিয়ানের আসলে অভিনেতা হওয়ার কোনো ইচ্ছে নেই। তিনি নিজেও চান না ছেলে অভিনয় করুক। কারণ, অভিনয়ের জগতে এলে তাঁকে সব সময়ই বাবার সঙ্গে তুলনা করা হবে। আরিয়ানের বরাত দিয়ে শাহরুখ বলেছিলেন, ‘আমি যদি কখনো ভালো করি, তখন সবাই বলবে, শাহরুখের ছেলে বলেই ভালো করেছে। অর্থাৎ আমার নিজের দক্ষতা সেখানে গৌণ হয়ে যাবে। আর ভালো না করলে বলবে, বাপের দিকে তাকাও। তার কাছাকাছিও যেতে পারলে না।’ আরিয়ান ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়া থেকে লেখালেখি ও চলচ্চিত্র নির্মাণের ওপরে ডিগ্রি নিয়েছেন। বাবা শাহরুখ তাঁর লেখার প্রশংসায় পঞ্চমুখ। বিভিন্ন সময় ছেলের প্রতিভার উচ্ছ্বসিত প্রশংসা করতে শোনা গেছে তাঁকে।
দ্য লায়ন কিং
২০০৯ সালে খবরের শিরোনাম হন শাহরুখপুত্র আরিয়ান খান। সেবার বাপ–ছেলে মিলে কণ্ঠাভিনয় করেছিলেন ‘দ্য লায়ন কিং’ ছবিতে। ছবিতে মুফাসার কণ্ঠ দিয়েছিলেন শাহরুখ আর আরিয়ান কণ্ঠ দেন সিমবা হিসেবে।
এমএমএস বিতর্ক
২০১০ সালে ইন্টারনেটে ছড়িয়ে পড়ে আরিয়ান ও নব্য নন্দার ঘনিষ্ঠ ভিডিও ক্লিপ। সে সময় প্রযোজক–পরিচালক করণ জোহর খুশি কাপুরের সঙ্গে আরিয়ানকে নিয়ে একটা বড় বাজেটের ছবির কথা ভাবছিলেন। ওই এমএমএস নিয়ে পরে মুখ খুলেছিলেন শাহরুখ। জানিয়েছিলেন, ওই ভিডিও ক্লিপটি ভুয়া। সে বছরই মহারাষ্ট্রের তায়কোয়ান্দো প্রতিযোগিতায় সোনার মেডেল জিতেছিলেন আরিয়ান। এ ছাড়া তিনি মার্শাল আর্টে ব্ল্যাক বেল্ট পেয়েছেন।